আজকাল ওয়েবডেস্কঃ জম্মু ও কাশ্মীরের চেনাব সেতু। বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে খিলান। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেতুটি উদ্বোধন করেছেন। এই আইকনিক কাঠামোর অন্যতম কারিগর বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি) এর ডঃ জি মাধবীলতা। স্বভাবতই সবার নজর কেড়ে নেন। এই ইঞ্জিনিয়র সেতুর নকশা এবং নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে অভিনন্দন জানানো এবং তাঁর কৃতিত্ব সম্পর্কে কথা বলা বন্ধ হয়নি। এই ইঞ্জিনিয়র তাঁর ইন্টারনেট খ্যাতি সম্পর্কে একটি লিঙ্কডইন পোস্টে  নীরবতা ভেঙেছেন। তাঁকে 'অপ্রয়োজনীয়ভাবে বিখ্যাত',করা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। 

'মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির স্বপ্নের চেনাব রেল সেতুর উদ্বোধনে ভারতকে আন্তরিক অভিনন্দন। সেতুটি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এক বিস্ময়। পরিকল্পনা, নকশা এবং নির্মাণের সমস্ত গৌরব ভারতীয় রেলওয়ে এবং AFCONS-এর,'তিনি লিঙ্কডইন-এ লিখেছেন। পরবর্তী লাইনগুলিতে তিনি বলেন, এই ঐতিহাসিক স্থাপনা নির্মাণে হাজার হাজার মানুষ 'উল্লেখযোগ্য অবদান' রেখেছেন। 'আজ আমি লক্ষ লক্ষ অখ্যাত বীরকে সালাম জানাই' যোগ করেন তিনি। পাশাপাশি এই প্রকল্পে তাঁর ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা করেন।'মিশনের পিছনে নারী', 'অসম্ভবকে সম্ভব করে তুলেছেন' এবং 'সেতু নির্মাণে অলৌকিক কাজ করেছেন'-এর মতো অন্যান্য সমস্ত মিডিয়া বিবৃতি "ভিত্তিহীন," তিনি বলেন।

'আমি এতে অত্যন্ত খুশি। আমাকে অভিনন্দন বার্তা পাঠানো সকল ভারতীয়কে ধন্যবাদ। দয়া করে মনে রাখবেন যে আমি সেই হাজার হাজার লোকের মধ্যে একজন যাঁরা চেনাব সেতুর জন্য প্রশংসা পাওয়ার যোগ্য। দয়া করে আমাকে অপ্রয়োজনীয়ভাবে বিখ্যাত করবেন না। সমস্ত গৌরব ভারতীয় রেলওয়ের' স্পষ্ট বক্তব্য তাঁর।