আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডে পৌঁছেই প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। নেটে তীক্ষ্ণ দৃষ্টিতে ঋষভ পন্থ এবং সাই সুদর্শনের প্রস্তুতি দেখলেন গৌতম গম্ভীর। দ্বিতীয় জনের সঙ্গে বেশ কয়েকবার কথা বলতে দেখা যায় ভারতের হেড কোচকে। আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নজর কেড়েছেন সুদর্শন। ইংল্যান্ড সফরে হাতেখড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। আইপিএল শেষ হয়ে গেলেও, মহম্মদ সিরাজ এবং ঋষভ পন্থকে দেখে মনে হচ্ছে, তাঁরা দুটো ভিন্ন দলের জন্য খেলছেন। নেটে একে অপরের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে দেখা যায় দু'জনকে। স্লেজিংও করেন। এতে প্রধান ভূমিকা নেন সিরাজ। পন্থ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন।
যশপ্রীত বুমরার জায়গায় শুভমন গিলকে লাল বলের ক্রিকেটে অধিনায়ক করা হয়েছে। যা অনেকেই ভালভাবে নেয়নি। অনেকেই মনে করেন, বুমরার ডেপুটি হতে পারতেন গিল। ভারতীয় পেসারের ফিটনেস নিয়ে প্রশ্ন থাকলেও, অধিকাংশ তাঁকেই চেয়েছিল। নেটে দু'জনকে একে অপরের বিরুদ্ধে নামান গম্ভীর। বুমরাকে দেখে মনে হয়, কিছু প্রমাণ করার চেষ্টা করছেন। তাঁর বলে বেশ কয়েকবার পরাস্ত হন গিল। বাকিদের বিরুদ্ধেও বল করেন তারকা পেসার। ভারতীয় সিনিয়র দলের অনেকেই ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ম্যাচ খেলছে। এই তালিকায় রয়েছেন কেএল রাহুল, ধ্রুব জুরেল, নীতিশ রেড্ডি, করুণ নায়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে সিনিয়র দলে জায়গা পাওয়াই লক্ষ্য তাঁদের। সোমবার শেষ হবে দ্বিতীয় বেসরকারি টেস্ট। তারপর ইন্ট্রা স্কোয়াড ম্যাচের জন্য দলের সঙ্গে যোগ দেবে অনেকেই। ২০ জুন লিডসে শুরু হবে প্রথম টেস্ট।
