আজকাল ওয়েবডেস্কঃ চুলের স্বাস্থ্যের জন্য তেল মাখা জরুরি। সেই কোন কাল থেকে মা-ঠাকুমারা চুলে তেল মাখার পরামর্শ দিয়ে আসছেন। তাই যুগ যুগ ধরে চুলের ঘরোয়া রূপটানে তেলই সবার আগে জায়গা পেয়েছে। যতই কেরাটিন, স্মুদনিংয়ের মতো চুলের অত্যাধুনিক ট্রিটমেন্ট আসুক না কেন, তেল মাখার কদর আজও একই রকম।
কেউ শ্যাম্পু করার কিছুক্ষণ আগে তেল মাখেন। আবার সারা রাত তেল মাখার পরদিন শ্যাম্পু করেন অনেকে। আসলে এমন ধারণাও রয়েছে, যত বেশিক্ষণ চুলে তেল মেখে থাকা যায়, ততই সুন্দর হবে চুল। কিন্তু সারা রাত চুলে তেল মাখার অভ্যাস কি আদৌ ভাল থাকে? নাকি এতে আখেরে চুলেরই ক্ষতি হয়? আসুন জেনে নেওয়া যাক-
বিশেষজ্ঞদের মতে, সারারাত তেল মেখে রাখলেই বেশি উপকার মিলবে, এমন কোনও মানে নেই। রাতে চুলে তেল মাখার আলাদা কোনও উপকারিতা নেই। বরং এতে মাথার তালুতে ফুসকুড়ি, ব্রণও হয়। দীর্ঘক্ষণ চুলে তেল মেখে রাখলে মাথায় ছত্রাকের সংক্রমণ হওয়ার আশঙ্কা বাড়ে। এতে চুলের গোড়া দুর্বল হয়ে চুল পড়ার সমস্যা বাড়ে। সেক্ষেত্রে শ্যাম্পু করার ৪০-৪৫ মিনিট আগে তেল মাখতে পারেন।
চুলের নানা সমস্যা মেটাতে অনেকেই প্রাকৃতিক তেল ব্যবহার করেন। বিশেষ করে নারকেল তেল, আর্গন অয়েল, অলিভ অয়েলের গুরুত্ব এক্ষেত্রে সবচেয়ে বেশি। এসব তেলে এমন কিছু গুণ রয়েছে, যা চুলের বেশ কিছু সমস্যাকে নিয়ন্ত্রণে রাখে। অনেকে মনে করেন, তেল মাখলে চুলের তাড়াতাড়ি বাড়ে। যদিও এর সপক্ষে বিশেষ কোনও বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তবে রোজমেরি অয়েল চুলের বৃদ্ধিতে সাহায্য করে বলে উল্লেখ মিলেছে এক গবেষণায়।
আসলে তেল ভারী হওয়ার কারণে চুলের উপরে চেপে বসে। হেয়ার অয়েল উপকারী হলেও তা সকলের জন্য নয়। বিশেষ করে স্ক্যাল্প তৈলাক্ত হলে তেল মাখলে আরও বেশি ক্ষতি হতে পারে। তাই চুলের ধরন বুঝে তেল ব্যবহার করাই হবে বুদ্ধিমানের কাজ। আর অবশ্যই জানতে হবে তেল মালিশের সঠিক নিয়ম। মাথায় তেল কখনও গায়ের জোরে ঘষার প্রয়োজন নেই। হালকা হাতে মিনিট দশেক ম্যাসাজ করুন। তাতে রক্ত সঞ্চালন ভাল হয়। চুলের ফলিকলে পুষ্টি পৌঁছয়। তেল মাখার নির্দিষ্ট সময় পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।
