আজকাল ওয়েবডেস্ক: চোখ রাঙাচ্ছে করোনা। রাজ্যে ফের আরেকজনের মৃত্যু হল এই রোগে। মৃত বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বছর ৭০-এর এই রোগী কলকাতার বিডন স্ট্রিট এলাকার বাসিন্দা ছিলেন। গত ৬ জুন ভোরবেলায় তাঁর মৃত্যু ঘটে। 

হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ বিশ্বনাথ শর্মা সরকার বলেন, 'রোগীর কোমর্বিডিটি ছিল। তিনি সেপসিস এবং মাল্টি অরগ্যান ফেইলিওর সমস্যায় ভুগছিলেন। আমাদের এখানেই চিকিৎসা চলছিল। তাঁর বাড়ির লোক তাঁকে বেলেঘাটা আইডি থেকে সরিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর করোনা চিহ্নিত হওয়ার পর তাঁকে গত ৪ জুন আবার এই হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা খারাপ থাকায় রোগীকে ভেন্টিলেশনে দেওয়া হয়। সেখানেই গত ৫ জুন শেষরাতে এবং ৬ জুন ভোররাতে তিনি মারা যান।' উল্লেখ্য, এবছর করোনার আক্রমণে এর আগে রাজ্যে আরও রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। হাওড়ার বাসিন্দা ওই রোগী কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। 

আপাতত বেলেঘাটা আইডিতে এই মুহূর্তে ৮ জন করোনা রোগীর চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তিনি। এঁদের মধ্যে পাঁচজন মহিলা এবং তিনজন পুরুষ। এঁরা সকলেই ভালো আছেন বলে ডাঃ বিশ্বনাথ শর্মা সরকার জানিয়েছেন। কেন্দ্রের পরিসংখ্যান, এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৪৭। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৪জন।