আজকাল ওয়েবডেস্ক: আউট হয়েও মাঠ ছাড়তে চাইলেন না যশস্বী জয়েসওয়াল। ভারত এ বনাম ইংল্যান্ড লায়ন্সের ম্যাচে ঘটল এই ঘটনা। বেসরকারি টেস্ট হওয়ায় রিভিউ নেওয়ার উপায় ছিল না। ফলে শেষ পর্যন্ত বাধ্য হয়েই মাঠ ছাড়েন যশস্বী।
মাত্র ১৭ রান করে আউট হন যশস্বী। তরুণ ওপেনারের পায়ে বল লাগে। বোলার ক্রিস ওকস আউটের আবেদন করেন। আম্পায়ার আঙুল তুলে আউটের ঘোষণা করতেই যশস্বীকে হতাশ দেখায়। তিনি এক হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে থাকেন আম্পায়ারের দিকে তাকিয়ে। একবার বোঝানোর চেষ্টাও করেন যে, বল উইকেটের বাইরে যাচ্ছিল। কিন্তু কোনও লাভ হয়নি। রিভিউ নেওয়ার কোনও উপায় ছিল না। প্রায় ১০ সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর প্যাভিলিয়নের দিকে হাঁটা শুরু করেন যশস্বী। তার মধ্যে ইংল্যান্ড ক্রিকেট ভক্তদের সংগঠন বার্মি আর্মি আউটের ভিডিও পোস্ট করে সোশাল মিডিয়াতেও বিবাদ বাড়িয়েছে।
শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত এ বনাম ইংল্যান্ড লায়ন্সের দ্বিতীয় বেসরকারি টেস্ট। প্রথম দিনের শেষে ভারত ৩১৯ রান তুলেছে ৭ উইকেট হারিয়ে। শতরান করেছেন লোকেশ রাহুল।
প্রসঙ্গত, প্রথম বেসরকারি টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২৪ রান করেছিলেন যশস্বী। দ্বিতীয় ইনিংসে অবশ্য ৬৪ রান করেন। এদিকে, ভারত–ইংল্যান্ড প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন।
