আজকাল ওয়েবডেস্ক:‌ জাহির খানকে সরিয়ে দিচ্ছে লখনউ সুপার জায়ান্টস। সূত্রের খবর এমনই। এই নিয়ে টানা দ্বিতীয়বার প্লে অফে উঠতে ব্যর্থ হল লখনউ সুপার জায়ান্টস। ২০২৪ সালের মতো এবারও টুর্নামেন্টের দ্বিতীয় ধাপে মোমেন্টাম ধরে রাখতে পারেনি লখনউ। এবার লিগ টেবিলে সাত নম্বরে শেষ করেছে লখনউ।


নিলামে বড় আশা করে ২৭ কোটি টাকায় কেনা হয়েছিল ঋষভ পন্থকে। তিনি ডাহা ফেল। গোটা টুর্নামেন্টে মাত্র একটি শতরান। আর মাত্র একটি অর্ধশতরান। রান সাকুল্যে ২৬৯। তার উপরেও নাকি মোহভঙ্গ হয়েছে মালিক সঞ্জীব গোয়েঙ্কার। সূত্রের খবর এমনটাই। 


আইপিএলে এবার প্রথম ছয় ম্যাচে চারটি জিতেছিল লখনউ। পরের আট ম্যাচে জয় মাত্র দুই। 


জাহির খান ছিলেন মেন্টর। কিন্তু তাঁর ভূমিকায় খুশি নয় লখনউ ফ্রাঞ্চাইজি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাপোর্ট স্টাফদের অনেককেই ছেঁটে ফেলা হবে। হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের নাম আগেই শোনা গিয়েছিল। এবার জাহিরের নাম শোনা যাচ্ছে। তবে এটাও শোনা গিয়েছিল জাহিরের সঙ্গে মোটেও বনিবনা নেই ল্যাঙ্গারের।


জাহিরকে এক বছরের চুক্তিতে আনা হয়েছিল। ল্যাঙ্গারেরও চুক্তি নতুন করে হওয়ার কথা। কিন্তু সূত্রের খবর, ল্যাঙ্গারের চেয়ে জাহিরের চাকরি যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ জাহিরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা পূরণে তিনি ব্যর্থ।