আজকাল ওয়েবডেস্ক: অযোধ্যা থেকে দেশবাসীকে নতুন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।২২ জানুয়ারি দেশজুড়ে ‘অকাল দীপাবলি’ পালনের ডাক দিলেন প্রধানমন্ত্রী। ওই দিন অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই উপলক্ষে ঘরে ঘরে ‘রামজ্যোতি’ প্রদীপ জ্বালানোর ডাক দিলেন মোদি। নিরাপত্তার খাতিরে ২২ জানুয়ারি অযোধ্যায় না আসার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “নিরাপত্তার খাতিরে আরও কিছুদিন অপেক্ষা করুন।”
প্রধানমন্ত্রী বলেন, একসময় রামলালার ঠাঁই হয়েছিল তাঁবুতে। বর্তমানে তাঁর সৌজন্যেই মন্দির তৈরি হয়েছে। ১৪ জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তির দিন থেকে দেশজুড়ে তীর্থস্থানে সাফাই অভিযান শুরু হবে। সকলকে এই অভিযানে অংশ নেওয়ার ডাক দেন প্রধানমন্ত্রী।
এদিন মঞ্চ থেকে প্রধানমন্ত্রী স্মরণ করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। তাঁর কথায়, ৩০ ডিসেম্বর ঐতিহাসিক দিন। ১৯৪৩ সালে এদিনই আন্দামানে প্রথম স্বাধীন ভারতের পতাকা তুলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।
প্রধানমন্ত্রী বলেন, একসময় রামলালার ঠাঁই হয়েছিল তাঁবুতে। বর্তমানে তাঁর সৌজন্যেই মন্দির তৈরি হয়েছে। ১৪ জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তির দিন থেকে দেশজুড়ে তীর্থস্থানে সাফাই অভিযান শুরু হবে। সকলকে এই অভিযানে অংশ নেওয়ার ডাক দেন প্রধানমন্ত্রী।
এদিন মঞ্চ থেকে প্রধানমন্ত্রী স্মরণ করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। তাঁর কথায়, ৩০ ডিসেম্বর ঐতিহাসিক দিন। ১৯৪৩ সালে এদিনই আন্দামানে প্রথম স্বাধীন ভারতের পতাকা তুলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।
