সংবাদসংস্থা মুম্বই: 

থামতে নারাজ রাঘব!

ঘটনাটি ঘটেছে গত রাতে, যখন তিনি তাঁর আগামী সিনেমা ‘কিং’-এর জন্য একটি জটিল ও ঝুঁকিপূর্ণ অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করছিলেন। সূত্র অনুযায়ী, রাঘব যে পায়ে আগেও একবার সার্জারি করিয়েছিলেন, এবার সেই একই পা-তে আবার চোট পান স্টান্ট করতে গিয়ে। তীব্র ব্যথা নিয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন, এবং সঙ্গে সঙ্গেই সেটের মেডিকেল টিম তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রাঘব খুব কষ্টে ছিল। ডাক্তাররা প্রচণ্ড ব্যথা কমানোর জন্য ওষুধ দিয়েছেন। তবে শরীরের চেয়ে মনোবল অনেক বেশি শক্ত রাঘবের।

চিকিৎসকদের পরামর্শ ও কঠিন পরিস্থিতি সত্ত্বেও শ্যুটিং বন্ধ রাখেননি রাঘব। বরং, ঠিক যেমনটা তিনি করেছিলেন তাঁর আলোচিত অ্যাকশন ফিল্ম ‘কিল’-এর সময়। 

 


আনিসের ‘দিল জিৎ’ জবাব!

২০০৫ সালের সুপারহিট কমেডি ‘নো এন্ট্রি’-র সিক্যুয়েল নিয়ে আলোচনার শেষ নেই। আর সেই সিক্যুয়েল ‘নো এন্ট্রি ২’-এ থেকে দিলজিত দোসাঞ্জ নাকি সরে দাঁড়িয়েছেন—এমন খবর ছড়িয়ে পড়তেই বলিউডে জোর চর্চা শুরু হয়েছে। তবে অবশেষে এই নিয়ে মুখ খুললেন ছবির পরিচালক অনীজ বাজমি। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে বাজমী বলেন, “আমি খুশি, কারণ ছবি হচ্ছে। এই মুহূর্তে এর চেয়ে বড় আনন্দের কিছু নেই। বাকিটা উপরের ইচ্ছা। যা হচ্ছে, সেটা হয়তো ঠিক এভাবেই হওয়ার ছিল।” দিলজিতের ছবি থেকে বেরিয়ে যাওয়াকে নিয়ে পরিচালক কোনও অভিযোগ তোলেননি। বরং বাস্তববাদী স্বরে তিনি জানালেন, ফিল্মমেকিং-এর জগতে সবসময় প্রথম পছন্দের অভিনেতাদের নিয়েই কাজ করা যায় না।

 


সানির কৃতজ্ঞতা

সানি লিওনের পায়ে যেন এবার কোনও দেশ, ভাষা বা ইন্ডাস্ট্রির বাঁধনই নেই। বলিউডে পোক্ত জায়গা করে নেওয়ার পর, এবার দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। শুধু তাই নয়, তাঁর নজর এবার হলিউডেও। একদম নতুন এক ধাপে পা রাখছেন অভিনেত্রী।

সম্প্রতি সানি ইনস্টাগ্রামে শেয়ার করলেন তাঁর আসন্ন দ্বিভাষিক দক্ষিণী ছবির শ্যুটিং শেষের মুহূর্তগুলোর কিছু আবেগঘন ঝলক। ওই ছবির নাম এখনো প্রকাশ্যে আসেনি, তবে কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। কাস্ট ও ক্রুদের সঙ্গে কাটানো সেই শেষ দিনের ছবি শেয়ার করে অভিনেত্রী জানালেন, এই যাত্রা ছিল তাঁর কাছে “অসাধারণ এবং অভূতপূর্ব অভিজ্ঞতা”। “এই প্রোজেক্টের পুরো টিমকে কৃতজ্ঞতা জানাই। আমার উপর যেভাবে বিশ্বাস রেখেছেন, সেটা জীবনে ভুলব না। এই সফর আমাকে আরও বিনম্র এবং কৃতজ্ঞ করে তুলেছে”— লিখেছেন সানি।