নানান স্বাদের একাধিক ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে ‘প্ল্যাটফর্ম এইট’-এ। এই সব সিরিজের মধ্যে অন্যতম প্যারানরম্যাল থ্রিলার ‘নিশীথ সেন’। সুশোভন দাসের পরিচালিত এই সিরিজটি মুক্তি পাবে ২০২৬ সালের ২ জানুয়ারি। 

 


মূলত ইন্দ্র, বৃষ্টি এবং মায়ার জীবনকে কেন্দ্র করেই এগোয় নিশীথ সেন এর গল্প। পুলিশ অফিসার ইন্দ্রর পেশাগত জীবনের চাপে তাঁর পরিবারের ওপর দীর্ঘদিন ধরেই চলছে অস্থিরতার বোঝা। ঘন ঘন বদলির কারণে মেয়ে বৃষ্টিকেও প্রায়ই বদলাতে হয় স্কুল। ফলে বদলে যায় তার বন্ধু, বদলায় তার আশেপাশের পরিবেশ। পরিবারের মানুষ হয়েও ইন্দ্রর পক্ষে তাদের সময় দেওয়া যেন দিন দিন অসম্ভব হয়ে ওঠে। ফলে তার স্ত্রী মায়া ও বৃষ্টির জীবনে তৈরি হয়েছে এক ধরনের অস্বস্তি, মানসিক টানাপোড়েন এবং অনিশ্চয়তা। এই শূন্যতা খানিকটা ভরাট করেন ইন্দ্রর ঘনিষ্ঠ বন্ধু অনির্বাণ, যে শুধু অভিভাবকত্বই নন, বৃষ্টির প্রতি যাঁর রয়েছে আন্তরিক স্নেহের টান।

 


ইন্দ্রর নতুন পোস্টিংয়ের পর অনির্বাণ-ই মায়া ও বৃষ্টিকে নতুন বাড়িতে নিয়ে গিয়ে গুছিয়ে সব বন্দোবস্ত করে দেয়। কিন্তু নতুন জীবনের শুরুতেই যেন যেন ঘনিয়ে আসে অজানা অন্ধকার। বৃষ্টির চারপাশে ঘটতে শুরু করে অদ্ভুত সব ঘটনা। অস্বাভাবিক স্বপ্ন, আচমকা ভয়, আর এক রহস্যময় নাম তাড়া করে তাকে বেড়ায় বারবার - ‘নিশিথ সেন’। দেখাদেখি, স্পর্শ না থাকলেও সেই নিশীথ সেন-এর উপস্থিতির চাপ যেন ক্রমে গ্রাস করা শুরু করে তাকে।

 

এই অবস্থায় সামনে আসেন তাঁদের প্রতিবেশী তথা প্যারাসাইকোলজিস্ট ইরা মিত্র। তিনিও অনুসন্ধান শুরু করেন। কিন্তু এই সমস্যার যত গভীরে যাওয়া যায়, ততই বাড়তে থাকে অস্বস্তি। বাস্তবে তো এমন কোনো নিশীথ সেনের অস্তিত্বই নেই! আতঙ্ক বাড়তেই পুরনো ফাইল খুঁজতে গিয়ে ইন্দ্র খুঁজে পান এমন এক সত্য, যা আরও শিউরে ওঠার মতো। নিশীথ সেন এক মৃত মানুষ এবং তার মৃত্যুর দৃশ্যের সাক্ষী ছিলেন স্বয়ং ইন্দ্র।

 

 

 

 

 

 

রহস্যের আরও স্তর উন্মোচিত হয় যখন ইরা জানান, বৃষ্টি আক্রান্ত ‘লুসিড ড্রিমিং সিনড্রোম’-এ। স্বপ্ন আর বাস্তবের সীমানা ঝাপসা হয়ে যেতে থাকে। মেয়েকে বাঁচাতে ইন্দ্র ও মায়ার লড়াই হয়ে ওঠে সময়ের বিরুদ্ধে এক মরিয়া যুদ্ধ। তাদের পাশে  এসে দাঁড়ায় অনির্বাণ-ও। কিন্তু প্রশ্নটা থেকে যায়, এই লড়াই কি বৃষ্টিকে ফিরিয়ে আনতে পারবে তার স্বাভাবিক জীবনে না কি নিশীথ সেন নামের অদৃশ্য সেই ছায়া ইতিমধ্যেই বৃষ্টির জীবনের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে? বলাই বাহুল্য, সেই উত্তর পাওয়া যাবে সিরিজের একেবারে শেষে। 

 

অভিনেতা সুমিত কুণ্ডু রয়েছেন ‘নিশীথ সেন’-এর ভূমিকায়। ‘ইন্দ্র’র ভূমিকায় আছেন ফাহিম মির্জা। অঙ্কিতা মাঝিকে রয়েছেন ‘মায়া’র চরিত্রে। বিয়াস ধরকে দেখা যাবে ‘বৃষ্টি’র চরিত্রে। সৌরভ সাহাকে দেখা যাবে ‘অনির্বাণ’-এর ভূমিকায়। এবং শাঁওলি চট্টোপাধ্যায়কে দেখা যাবে ‘ইরা’র চরিত্রে।