আজকাল ওয়েবডেস্ক: দিল্লির এক রেস্টুরেন্টের অদ্ভুত ও মজাদার আইডিয়া ‘ডিজিটাল মোমো সার্ভিস’ ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে ‘Game Of Momos’ নামক একটি পেজ থেকে শেয়ার হওয়া এই ভিডিও দেখে ফেলেছেন হাজার হাজার মানুষ। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি মোমো বক্সের সামনে বসে রয়েছেন এবং অন্য একজনের ছবি হাতে ধরে বলছেন, ‘হাই গাইজ, আমরা ডিজিটাল মোমো সার্ভিস দিচ্ছি। যদি আপনার জিম ট্রেনার বা বাড়ির লোকজন আপনাকে বাইরের খাবার খেতে বারণ করে, তাও যদি মন চায়, তাহলে আপনার ছবি পাঠিয়ে দিন, আমরা আপনাকে ‘ডিজিটালি’ মোমো খাওয়াব’।
এক ব্যক্তির ছবিও দেখিয়ে উদাহরণও দিয়েছেন তিনি। একটি ছবির দিকে তাকিয়ে তিনি বলেন, ‘এই ভদ্রলোক আমাদের অনুরোধ করেছিলেন তাকে স্টিমড এবং আফগানি মোমো খাওয়াতে। আমরা সেই কাজই করছি’। ভাইরাল ভিডিও-তো এই অভিনব উপস্থাপনা দেখে নেটিজেনরা হেসে খুন! একজন কমেন্টে লেখেন, ‘আমার তো এটাই দরকার ছিল!’ আর এক ব্যক্তি বলেন, ‘আমি ভেজ মোমো অর্ডার করতে চাই’। আর এক ব্যক্তি রসিকতা করে লেখেন, ‘আমি একজন স্টুডেন্ট। এখানে ইন্টার্নশিপ করা যাবে?’ আর এক ব্যক্তি মন্তব্য করেন, ‘আমি আমার স্ত্রী-এর জন্য এই সার্ভিসের ডেইলি সাবস্ক্রিপশন চাই’। এই ‘ডিজিটাল মোমো সার্ভিস’ নেট দুনিয়ায় বর্তমানে রীতিমত হিট। খরচ নেই, ক্যালোরি নেই, কিন্তু মজা আর মশলা—দুটোই পুরোপুরি আছে।
