আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে আগাগোড়াই ছন্দে শ্রেয়স আইয়ার। কিন্তু তাসত্ত্বেও ইংল্যান্ড সফরের দলে সুযোগ হয়নি। ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়ায় জেদ বেড়ে গিয়েছে পাঞ্জাবের অধিনায়কের। এমনই দাবি রিকি পন্টিংয়ের। রবিবার মধ্যরাতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তাঁর ইনিংসে ভর করে ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করে পাঞ্জাব কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বাধা পেরোলেই প্রথম আইপিএল জয়ের স্বাদ পাবে প্রীতি জিন্টার দল। পন্টিং জানান, ইংল্যান্ড সফরের দল থেকে বাদ পড়ায় কিছুটা অবাকই হন তিনি। তবে সেই নিয়ে পড়ে থাকেননি শ্রেয়স। পন্টিং বলেন, 'আমি একটু ভয়ে ভয়ে ছিলাম। তবে ও বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ করে এগিয়ে গিয়েছে। প্রত্যেক বার আরও ভাল খেলার খিদে বেড়ে গিয়েছে। প্রত্যেক ম্যাচ জেতার তাগিদ বেড়ে গিয়েছে। সেরা অধিনায়ক হওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত নিজেকে তৈরি করে।'
শ্রেয়সের মানসিকতার প্রশংসা করলেও, তাঁর বাদ পড়া নিয়ে প্রশ্ন তোলেন দিল্লির অধিনায়ক। পন্টিং বলেন, 'ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলের বিচারে বাকি প্লেয়ারদের নেওয়া হয়েছে। শ্রেয়স সব বিভাগেই ভাল করেছে। তাই ওকে না নেওয়ায় আমি খুবই অবাক হয়েছি। ওর সুযোগ পাওয়া উচিত ছিল। আমার মনে হয়, প্লে অফের আগে সেটা ওর খিদে আরও বাড়িয়ে দিয়েছে।' দিল্লি ক্যাপিটালস থেকে শ্রেয়স এবং পন্টিংয়ের জুটি হিট। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা আইপিএলের প্লে অফে ওঠে দিল্লি। ২০২০ সালে ফাইনালেও ওঠে। নিজেদের রসায়ন নিয়ে পন্টিং বলেন, 'আমরা খেলা এবং স্ট্র্যাটেজি নিয়ে প্রচুর কথা বলি। ট্যাকটিকাল বিষয়েগুলো ও আমার ওপর ছেড়ে দেয়। আমি সেটা মাঠে নেমে কার্যকরী করি। এবছর আমরা এইভাবেই চলেছি। আমরা দু'জন একসঙ্গে কাজ করতে উপভোগ করি।' সামনে মাত্র একটা বাধা। কোহলিদের হারালেই মিলবে ট্রফি।
