আজকাল ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগণায় পাচারকারীদের কবল থেকে উদ্ধার এক বাংলাদেশী কিশোরী। উদ্ধার করল বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মানব পাচার বিরোধী টিম। চাকরি দেওয়ার নাম করে ওই কিশোরীকে ভারতে নিয়ে আসা হয়েছিল বলে জানা গিয়েছে।
বিএসএফ সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর রাতে ওই কিশোরী অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পার হওয়ার সময় বিএসএফের হাতে ধরা পড়ে। এরপর তাকে মাতৃ স্নেহা ফাউন্ডেশনের এক মহিলা কাউন্সেলরের কাছে নিয়ে যাওয়া হলে কিশোরী জানায় তার বয়স ১৭ বছর এবং সে বাংলাদেশের রাজসাহীর একটি দরিদ্র পরিবারের সন্তান। কয়েকদিন আগে তার এক বন্ধুর স্বামী তাকে কলকাতায় একটি বিউটি পার্লারে চাকরি জুটিয়ে দেওয়ার অছিলায় ভারতে নিয়ে আসে। এরপর ওই কিশোরীকে মুম্বাইয়ের একটি যৌনপল্লিতে নিয়ে যাওয়া হয় এবং গত ২৬ ডিসেম্বর কোনওরকমে সে সেখান থেকে পালাতে সক্ষম হয়। উদ্ধারের পর বিএসএফের তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই ফ্রন্টিয়ারের মানব পাচার বিরোধী টিম পাচারকারীদের শিকার হওয়া আটকানোর জন্য সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে।
বিএসএফ সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর রাতে ওই কিশোরী অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পার হওয়ার সময় বিএসএফের হাতে ধরা পড়ে। এরপর তাকে মাতৃ স্নেহা ফাউন্ডেশনের এক মহিলা কাউন্সেলরের কাছে নিয়ে যাওয়া হলে কিশোরী জানায় তার বয়স ১৭ বছর এবং সে বাংলাদেশের রাজসাহীর একটি দরিদ্র পরিবারের সন্তান। কয়েকদিন আগে তার এক বন্ধুর স্বামী তাকে কলকাতায় একটি বিউটি পার্লারে চাকরি জুটিয়ে দেওয়ার অছিলায় ভারতে নিয়ে আসে। এরপর ওই কিশোরীকে মুম্বাইয়ের একটি যৌনপল্লিতে নিয়ে যাওয়া হয় এবং গত ২৬ ডিসেম্বর কোনওরকমে সে সেখান থেকে পালাতে সক্ষম হয়। উদ্ধারের পর বিএসএফের তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই ফ্রন্টিয়ারের মানব পাচার বিরোধী টিম পাচারকারীদের শিকার হওয়া আটকানোর জন্য সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে।
