আজকাল ওয়েবডেস্ক: হলিউডের লাস্যময়ী তারকাদের তালিকায় উপরের দিকেই থাকবে সিডনি সুইনির নাম। মাঝেমধ্যেই সাহসী অবতারে ভক্তদের মনে ঝড় তোলেন তিনি। এবার ফের শিরোনামে উঠে এসেছেন নায়িকা। তবে অন্যবারের মতো সাহসী ফ্যাশনের দৌলতে নয়। সাবানের দৌলতে। হ্যাঁ, ঠিকই পড়ছেন, সাবান।

২৭ বছর বয়সি হলি তারকা সম্প্রতি একটি বিজ্ঞাপনের জন্য বাবল বাথ নিয়েছেন। অর্থাৎ সাবান গোলা জলে স্নান করেছেন। এবার তিনি জানালেন তাঁর স্নান করা জল থেকেই তৈরি হচ্ছে সাবান। প্রাকৃতিক উপাদান দিয়ে সাবান প্রস্তুতকারী প্রসাধনী সংস্থা ডক্টর স্কোয়াচ সরকারি বিবৃতি দিয়ে জানিয়েছে, কিছুদিনের মধ্যেই এই সাবান বাজারে আনছে তারা।

সাবানটির নাম দেওয়া হয়েছে ‘বাথওয়াটার ব্লিস’ অর্থাৎ ‘স্নান জলের আশীর্বাদ’। সংস্থার তরফে জানানো হয়েছে সীমিত সংখ্যায় তৈরি হবে এই সাবান। আপাতত প্রথম দফায় ৫০০০ সাবান তৈরি করা হবে। তাই ভক্তদের তাড়াতাড়ি সাবান কিনে ফেলতে পরামর্শ দিচ্ছে তারা। নইলে ফুরিয়ে যেতে পারে এই সাবান। একটি সাবানের দাম রাখা হয়েছে ৮ মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫০ টাকার মতো। গোটা বিষয়টি নিয়ে খুশি সিডনি নিজেও।