আজকাল ওয়েবডেস্ক: কপাল খারাপ বোধহয় একেই বলে। গিয়েছিলেন প্রস্রাব করতে, কিন্তু সেখানেই এমন এক বীভৎস ঘটনা ঘটল যাতে সারা জীবনের মতো প্রস্রাব করতে সমস্যায় পড়ার উপক্রম হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পূর্ব ব্যাংককে।
৩৮ বছর বয়সি আথাপর্ন বুনমাকাচুয়ায় নামক এক ব্যক্তির পুরুষাঙ্গ কামড়ে খুবলে নিল পাইথন সাপ! স্থানীয় প্রশাসনের খবর অনুযায়ী আথাপর্ন আর পাঁচ দিনের মতোই নিজের বাড়ির শৌচাগারে গিয়েছিলেন প্রকৃতির ডাকে সাড়া দিতে। কমোডে প্রস্রাব করতে গিয়েই বিপত্তি। ওই ব্যক্তি জানিয়েছেন, মূত্র ত্যাগ করার মাঝেই আচমকা তীব্র যন্ত্রণা অনুভব করেন পুরুষাঙ্গে। নিচে তাকাতেই ভয়ে আত্মারাম খাঁচাছাড়া হওয়ার উপক্রম। দেখেন আস্ত একটি পাইথন সাপ কমোড থেকে বেরিয়ে কামড়ে ধরেছে তাঁর গোপনাঙ্গ!
আক্রান্ত ব্যক্তির চিৎকার শুনে তৎক্ষণাৎ প্রশাসনকে খবর দেন তাঁর স্ত্রী। ইতিমধ্যে ১১ ফুট লম্বা সাপটির সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে আক্রান্ত ব্যক্তির। কোনও ক্রমে সাপটির মাথায় দড়ি বেঁধে অজ্ঞান হয়ে যান তিনি। পুলিশ থেকে বনবিভাগ, আপদকালীন একাধিক বিভাগের কর্মীরা হাজির হন ঘটনাস্থলে। দেখা যায়, পায়খানার পাইপ দিয়ে কমোডের মধ্যে জাঁকিয়ে বসেছিল সাপটি। তবে সেটিকে মারা হয়নি। বরং ব্যাগে করে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
