আজকাল ওয়েবডেস্ক:‌ পুজোপাঠে ব্যস্ত বিরাট!‌ ভক্তদের করছেন প্রসাদ বিতরণ!‌ 


ভুবনেশ্বরের অনন্ত বাসুদেব মন্দিরের এক ব্যক্তির ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে প্রায় বিরাটের মতো দেখতে এক ব্যক্তি মন্দিরে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করছেন। 


ওই ব্যক্তির ছবি দেখে ক্রিকেটভক্তরা অনেকেই বিরাটের সঙ্গে তাঁর মুখের মিল পেয়েছেন। এমনকী চুলেরও।


এক ফুড ব্লগার ভিডিওটি প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেটি আবার রিপোস্ট করেছেন এক ক্রিকেটার। ভিডিওটি ইতিমধ্যেই ১০ লক্ষ মানুষ দেখেছেন।
ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গেছে, মন্দিরে আসা দর্শনার্থীদের একজন প্রসাদ বিতরণ করছেন। অন্য এক দর্শনার্থী ওই ব্যক্তির দিকে ক্যামেরা তাক করে রেখেছেন। আর ওই ব্যক্তির ছবি দেখে সবাই অবাক হয়ে যান। ওই ব্যক্তির পরনে ছিল ধুতি। চওড়া গোঁফ আর মুখের বৈশিষ্ট দেখে সবাই অবাক হয়ে যান। অবিকল যেন বিরাট কোহলি।


এই ভিডিও দেখে একজন লিখেছেন, ‘‌ছবিটি দেখেই নিজেকে বোঝাচ্ছি যে ওই ব্যক্তি বিরাট কোহলি নন।’‌ আর একজন লিখেছেন, ‘‌কোহলি তাহলে মন্দিরের সেবা শুরু করলেন।’‌ আর একজন বলেছেন, ‘‌ওই ব্যক্তিকে আসলে সতীশ রায়ের মতো দেখতে।’‌ আর একজনের কথায়, ‘‌একইরকম কিন্তু ভিন্ন।’‌
আর একজন বলেছেন, ‘‌অবশেষে পুজোপাঠে মন দিলেন বিরাট।’‌ আর একজন বলেছেন, ‘‌বিরাটের যমজ ভাই।’‌