আজকাল ওয়েবডেস্ক: ভারতের হেডকোচ গৌতম গম্ভীরের দিকে উড়ে আসছে সমালোচনার ঢেউ। বর্ডার-গাভাসকর ট্রফিতে বিপর্যয়ের পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজেও বিধ্বস্ত হতে হয়েছে ভারতকে। প্রোটিয়া ব্রিগেড ভারতে এসে গম্ভীরের দলকে  ২-০-এ হরিয়ে দিয়েছে। গম্ভীরের কোচিংয়ে শুরুর দিকে নিউজিল্যান্ডের কাছে ৩-০-এ হারতে হয়েছিল ভারতকে। 

টেস্ট ফরম্যাটে ভারতের এই বিপর্যয়ের পর থেকে গম্ভীরকে তীব্র সমালোচনা সহ্য করতে হয়েছে। দক্ষিণ আফ্রিকার কাছে টেস্টে সাম্প্রতিক হারের পরে ভারতের হেডকোচের বিশ্বাসযোগ্যতা নিয়ে উঠে গিয়েছিল প্রশ্ন। খবর ছড়িয়ে যায়, লাল বলের ফরম্যাটে কোচিং  করানোর জন্য ভিভিএস লক্ষ্মণকে অনুরোধ করা হয়েছে। 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া সমস্ত গুঞ্জন উড়িয়ে দেন। তিনি বলেন, ''এগুলো সবই গুজব। আমরা এই বিষয়ে কাউকে অনুরোধও করিনি আবার আলোচনাও করিনি। চুক্তি অনুযায়ী গৌতম গম্ভীরই কাজ চালিয়ে যাবে।'' 

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নতুন বছরে নিউজিল্যান্ডের সঙ্গে সাদা বলের সিরিজ রয়েছে ভারতের। ১১ জানুয়ারি থেকে শুরু হবে সেই সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে। বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ টি-টোয়েন্টি সিরিজ। 

বিশ্বকাপ, আইপিএলের পরে জুনের ১৪ থেকে ১৮ ঘরের মাঠে এক ম্যাচের টেস্ট খেলবে ভারত। প্রতিপক্ষ আফগানিস্তান। এর পরে আগস্টে শ্রীলঙ্কা, অক্টোবরে নিউ জিল্যান্ডের পরে ২০২৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত।