আজকাল ওয়েবডেস্ক: ভারতের জার্সি পরে খেলার ও তেরঙা গায়ে নিয়ে ঘোরার মূল্য চোকাতে হল পাকিস্তানের আন্তর্জাতিক কবাডি খেলোয়াড় উবেইদুল্লা রাজপুতকে।
পাকিস্তানের কবাডি ফেডারেশন অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করল এই কবাডি খেলোয়াড়কে। চলতি মাসের গোড়ার দিকে বাহরিনে অনুষ্ঠিত জিসিসি কাপে খেলার জন্য প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট না নিয়েই তিনি চলে গিয়েছিলেন। সেখানে ভারতীয় দলের হয়ে খেলেন। দল জেতার পরে ভারতীয় দলের জার্সি খুলে ওড়াতে দেখা যায় তাঁকে। এমনকী ভারতের জাতীয় পতাকা শরীরে জড়িয়ে রয়েছেন তিনি, এমন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। যা দেখার পরে পাকিস্তান ফুটতে শুরু করে।
পাকিস্তান কবাডি ফেডারেশন কঠিন সিদ্ধান্ত নেয়। শনিবার এমার্জেন্সি মিটিং করেন কবাডি ফেডারেশনের কর্তারা। তার পরে এই সিদ্ধান্ত নেন। তাঁরা জানান, ফেডারেশনের কাছ থেকে এনওসি নেননি উবেইদুল্লা।
পাকিস্তান কবাডি ফেডারেশনের সেক্রেটারি রাণা সারওয়ার জানিয়েছেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে শৃঙ্খলারক্ষা কমিটির কাছে আবেদন করার অধিকার রয়েছে উবেইদুল্লার।
সারওয়ার বলেন, ফেডারেশন বিষয়টা খুব সিরিয়াসলি নিয়েছে। শুধুমাত্র যে অনুমতি না নিয়ে গিয়েছে তা নয়, ভারতীয় দলের হয়ে খেলেছে। ভারতীয় দলের জার্সি পরেছিল। ওকে ভারতের পতাকা জড়িয়ে থাকতে দেখা গিয়েছে।
সারওয়ার আরও বলেন, রাজপুত বলেছে, পুরোটাই ভুল বোঝাবুঝির ফসল। প্রাইভেট টুর্নামেন্টে ভারতীয় দলের হয়ে যে ওকে খেলতে হবে, তা জানানোই হয়নি। তবুও এনওসি না নিয়ে নিয়ম লঙ্ঘন করেছে।
অন্যান্য খেলোয়াড়রাও নো অবজেকশন সার্টিফিকেট না নিয়ে এই টুর্নামেন্টে খেলার জন্য নিষিদ্ধ হয়েছে। জরিমানাও করা হয়েছে।
রাজপুত বলেন, ''ভারতীয় দল নাম দেওয়া হয়েছে তা আমার জানা ছিল না। আমি আয়োজকদের জানাই ভারত-পাকিস্তানের নাম যেন না নেওয়া হয়। অতীতেও বেসরকারি দলের হয়ে ভারতীয় ও পাকিস্তানি খেলোয়াড়রা একসঙ্গে খেলেছেন। কিন্তু ভারত ও পাকিস্তানের নাম নেওয়া হয়নি। ভারতীয় দলের হয়ে আমাকে খেলিয়ে ভুল করা হয়েছিল।''
