আজকাল ওয়েবডেস্ক: এসএ২০ লিগের চতুর্থ মরশুমে লজ্জার নজির গড়ল পার্ল রয়্যালস। শনিবার পার্লের বোল্যান্ড পার্কে সানরাইজার্স ইস্টার্ন কেপের বিরুদ্ধে খেলতে নেমে টুর্নামেন্টের ইতিহাসে সর্বনিম্ন স্কোরের রেকর্ড গড়ে ফেলল ডেভিড মিলার নেতৃত্বাধীন দলটি।

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১.৫ ওভারে ৪৯ রানেই গুটিয়ে যায় পার্ল রয়্যালস। ফলে ম্যাচটি তারা হারে ১৩৭ রানের বিশাল ব্যবধানে। এই হতাশাজনক ব্যাটিং বিপর্যয়ে পার্লের হয়ে মাত্র দুই ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে সক্ষম হন।

আসা ট্রাইব করেন ১৪ রান এবং কাইল ভারানে করেন ১১ রান। বাকি ব্যাটাররা কার্যত আত্মসমর্পণ করেন সানরাইজার্স বোলারদের সামনে। যার ফলে পার্লের ঘরের মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে তীব্র হতাশার সৃষ্টি হয়।

অনেকেই আবার দলের খেলায় ক্ষোভ প্রকাশ করেন। সানরাইজার্স ইস্টার্ন কেপের পেসার আনরিখ নর্টজে (৪/১৩) কার্যত একাই পার্লের ব্যাটিং লাইন-আপ গুঁড়িয়ে দেন। শেষ পাঁচ উইকেট মাত্র তিন রানের ব্যবধানে হারায় পার্ল রয়্যালস।

নর্টজেকে দুর্দান্তভাবে সহায়তা করেন অ্যাডাম মিলনে (২/৭) এবং থারিন্দু রত্নায়েকে (২/৯), দু’জনেই দুটি করে উইকেট তুলে নেন। ৪৯ রানে অলআউট হওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুলনার ঝড়। বহু ক্রিকেটপ্রেমী এই বিপর্যয়ের সঙ্গে টেনে আনেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) সেই ব্যাটিং ধসের স্মৃতি।

২০১৭ সালে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে মাত্র ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তারকাখচিত আরসিবি দল ৯.৪ ওভারে ৪৯ রানে অলআউট হয়ে যায়। সেই ম্যাচে ক্রিস গেইল, বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের মতো তারকারা থাকলেও কেউই দুই অঙ্কের রান করতে পারেননি।

কেদার যাদব ছিলেন সর্বোচ্চ স্কোরার। ৭ বলে তিনি করেন মাত্র ৯ রান। আরসিবির শেষ পাঁচ উইকেট পড়ে যায় মাত্র ৯ রানের মধ্যে। ওই ম্যাচে কেকেআরের হয়ে নাথান কুল্টার-নাইল (৩/২১), ক্রিস ওকস (৩/৬) এবং কলিন ডি গ্র্যান্ডহোম (৩/৪) তিনটি করে উইকেট নেন, আর উমেশ যাদব নেন একটি উইকেট।

উল্লেখযোগ্য বিষয় হল, অ্যাডাম মিলনে এই দুই ঐতিহাসিক ম্যাচেরই অংশ রয়েছেন। ২০১৭ সালে তিনি আরসিবি স্কোয়াডে থাকলেও ম্যাচটি খেলেননি। তবে ২০২৫ সালের এসএ২০ লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে খেলতে নেমে পার্ল রয়্যালসের বিরুদ্ধে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ব্যাটিং বিপর্যয়ের সূচনা করেন তিনি।

এসএ২০ লিগে পার্ল রয়্যালসের এই লজ্জাজনক পারফরম্যান্সের পর সোশ্যাল মিডিয়া ভরে ওঠে নানা প্রতিক্রিয়া এবং মিমে।এসএ২০ লিগের এই দলটির সঙ্গে বারবার আরসিবির সেই বিখ্যাত ব্যাটিং ধসের সঙ্গে তুলনা টানা হয়। যদিও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন স্কোরের রেকর্ড এই দুই দলের নয়। সেই লজ্জাজনক তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি থান্ডার। যারা ২০২২ সালের বিগ ব্যাশ লিগে মাত্র ১৫ রানে অলআউট হয়ে যায়।