
শুক্রবার ৩০ মে ২০২৫
মিল্টন সেন,হুগলি: জটিল অস্ত্রোপচার। মরণাপন্ন কিশোরীর জীবন বাঁচাল চন্দননগর হাসপাতাল। ছোট নয়, প্রায় দেড় কেজি ওজনের টিউমার ছিল পেটে। সম্প্রতি ওই টিউমার ফেটে রক্ত ছড়িয়ে পড়েছিল।
গত ২২ শে মে সকালে অসহ্য পেটের যন্ত্রণা শুরু হয় চাঁপদানি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজকুমার দাসের বছর ১১-র কন্যার। তাকে তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক অ্যাপেনডিক্স সন্দেহ করেন। সঙ্গে টিউমার হতে পারে, সেই কথাও বলেন। ওষুধ দেন। তাতে পেটের যন্ত্রণা কিছুতেই কমছিল না।
দিশেহারা হয়ে পড়েন কিশোরীর অভিবাবক। পরে চন্দননগর বাবুর বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেই চিকিৎসক দেখা মাত্রই অপারেশন করার কথা জানান। সঙ্গে সঙ্গেই কিশোরীকে নিয়ে যাওয়া হয় চন্দননগর হাসপাতাল। সেখানে শল্য চিকিৎসক বহ্নিশিখা মোদক মেয়েটিকে বিভিন্ন পরীক্ষার নিরীক্ষার পর জানতে পারেন কিশোরীর জরায়ুর পাশে প্রায় দেড় কেজি ওজনের একটি টিউমার রয়েছে। এবং সেই টিউমার ফেটে গলে গিয়েছে। অবিলম্বে অস্ত্রোপচার না করলে কোনও ভাবেই কিশোরীকে বাঁচানো সম্ভব হবে না।
কিশোরীর পরিবারও তাতে সম্মতি জানায়। এরপরেই শুরু হয় অপারেশনের তোড়জোড়। টানা কয়েক ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পর প্রাণে বাঁচে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী। অপারেশনের পর। চিকিৎসক বহ্নিশিখা মোদক বলেন, 'একটা টিউমার যেটা নাভি পর্যন্ত বড় ছিল। সেটা পেটের মধ্যে ফেটে গিয়ে পচন ধরে গেছিল। তাই গত সাতদিন ধরে কিশোরী পেটের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল। বাইরের বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছিল কিন্তু কোথাও সুরাহা মেলেনি। শেষমেষ চন্দননগর হাসপাতালে নিয়ে এলে সেখানে তার অস্ত্রোপচার সফল হয়েছে। যেহেতু বাচ্চার বয়স মাত্র এগারো, তাই ঝুঁকি ছিল। তবুও চেষ্টা করে প্রায় দেড় কেজি ওজনের টিউমারটি বের করা হয়েছে। অস্ত্রোপচারে বিলম্ব হলে শরীরে সংক্রমন হয়ে মেয়েটির জীবনহানির আশঙ্কা ছিল।' সাধারণত এরকম অস্ত্রোপচার করতে বড় সেটাপের প্রয়োজন হয়। আই সি ইউ র সাপোর্ট লাগে। বড় মেডিকেল টিমের প্রয়োজন পড়ে। কিন্তু সেই সমস্ত পরিকাটামো ছাড়াই অপারেশন সম্ভব হয়েছে। একাধিক বিষয় ভেবেই ঝুঁকি নিয়েছিলেন চিকিৎসক, জানিয়েছেন তাও।
এই প্রসঙ্গে চন্দননগরের হাসপাতাল সুপার সন্টু ঘোষ বলেছেন, হাসপাতালে উন্নত পরিকাঠামো নেই। তবুও রোগী রেফার করার প্রবণতা নেই। হাসপাতালের ডাক্তারবাবুরা এই জটিল অস্ত্রোপচার করেছেন। তাতে রোগী সম্পূর্ণ সুস্থ রয়েছে। আগামী দিনে পরিকাঠামো আরও ভালো হবে। তখন রোগীদের আরও ভালো।পরিষেবা দেওয়া হবে।
ছবি পার্থ রাহা।
গরম থেকে স্বস্তি পেতে উঠোনে বসাই কাল হল, গাছের ডাল ভেঙে চরম পরিণতি বৃদ্ধের
অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ঘরেও ফিরতে দিচ্ছে না বিজিবি, কোচবিহারে সীমান্তে আটকে ৪৯ জন বাংলাদেশি
বিধানসভা ভোটের আগে সাগরদিঘিতে বড় ধাক্কা বাম-কংগ্রেস জোটের, পঞ্চায়েত দখল নিল তৃণমূল
সঙ্গে ছাতা না রাখলেই মহা বিপদ, আরও বাড়বে দুর্যোগ, বৃষ্টি নিয়ে আলিপুরের মেগা আপডেট জানুন
অনলাইনে ছুরি কিনল ছেলে, সেই ছুরি দিয়েই হত্যা করল বাবা মাকে
শরীরের উপরের অংশ মানুষের মতো, নিম্নাংশের আকৃতি যেন মাছের লেজ! বর্ধমানের হাসপাতালে জন্ম নিল 'মৎস্যকন্যা'
শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে শিক্ষককে ধারাল অস্ত্রের কোপ, প্রতিবাদে থানায় ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ, অবরোধ
মোদির সভায় বিক্ষুব্ধ অনন্ত মহারাজকে আমন্ত্রণ টিগ্গার,গ্রেটারের কর্মী সমর্থকরা কি সভায় যাচ্ছেন? সাংসদ যা উত্তর দিলেন
আচমকা বিস্ফোরণ, কেঁপে উঠল থানা, কালো ধোঁয়ায় ঢেকে ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন
দেওয়া হল উলুধ্বনি, আওয়াজ উঠল জয় জগন্নাথ, জলপাইগুড়ি থেকে রওনা দিল দিঘাগামী বাস
আবারও হিঙ্গলগঞ্জের আকাশে দেখা গেল ড্রোন, আতঙ্কে এলাকাবাসী
বীরভূমে মেগা মিছিল তৃণমূলের, নয়নের মণি সেই ‘কেষ্ট’
কুম্ভে নিখোঁজ, হ্যাম রেডিওর হাত ধরে বাড়ি ফিরলেন বৃদ্ধ
পান্ডুয়ায় চাঞ্চল্য, এটিএম লুটের চেষ্টা! আটক সুইফট গাড়ি-গ্যাস কার্টার
যাত্রীদের জন্য বিশেষ পরিষেবা, এসপ্ল্যানেডের পর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেও বসল মাসাজ চেয়ার