শুক্রবার ৩০ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | এই বয়সেই এই কীর্তি! ব্যাঙ্ক কর্মীর থেকে টাকা লুটের ঘটনার তদন্ত করতে গিয়ে চোখ কপালে পুলিশের 

Rajat Bose | ২৮ মে ২০২৫ ১৬ : ৩৬Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক: বেসরকারি ব্যাঙ্কের এক কর্মীর কাছ থেকে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক কিশোরসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের নওদা থানার পুলিশ। 


ধৃতের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করে বুধবার আদালতে পেশ করা হচ্ছে। নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশ করা হবে বলে জানা গিয়েছে। 


মুর্শিদাবাদ পুলিশ জেলার এক আধিকারিক জানান, মঙ্গলবার বিকেল নাগাদ একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী মোটরসাইকেল করে নওদা থানার পাটিকাবাড়ি–ঘোষপাড়া এলাকা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় দু’‌জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই ব্যাঙ্ককর্মীকে রাস্তার মধ্যে আটক করে মারধর করে এবং তাঁর কাছে থাকা একটি টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। 

পুলিশ সূত্রের খবর, ওই বেসরকারি ব্যাঙ্কের কর্মী বিভিন্ন গ্রাহকের কাছ থেকে টাকা ‘‌কালেকশন’‌ করে তা ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন। সেই সময় ওই ব্যাঙ্ক কর্মীর ব্যাগে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার ৭০০ টাকা ছিল। এর পাশাপাশি ওই ব্যাগে ব্যাঙ্ক থেকে দেওয়া একটি ‘‌ট্যাব’‌ও ছিল। দুষ্কৃতীরা আগে থেকে খবর পেয়ে পাটিকাবাড়ি–ঘোষপাড়া এলাকায় একটি নির্জন জায়গায় ওই ব্যাঙ্ক কর্মীর জন্য অপেক্ষা করছিল। ব্যাঙ্ক কর্মী পাটিকাবাড়ি–ঘোষপাড়া এলাকায় পৌঁছলে তাঁর উপর হামলা চালানো হয় এবং দুই দুষ্কৃতী টাকা ভর্তি ব্যাগ এবং ‘‌ট্যাব’‌ নিয়ে পালিয়ে যায়। 

ঘটনার লিখিত অভিযোগ পাওয়ার পরই পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের সন্ধান শুরু করে। মঙ্গলবার গভীর রাতে বেলডাঙা থানার অন্তর্গত খাসপাড়া এলাকা থেকে আনোয়ার শেখ (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ছিনতাইয়ের ঘটনার সঙ্গে একজন নাবালক কিশোরও জড়িত। পুলিশ ওই নাবালককেও আটক করেছে। 

নওদা থানার ওই আধিকারিক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই অভিযুক্ত এই অপরাধের সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে নিয়েছে। ইতিমধ্যেই তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া টাকার মধ্যে প্রায় ৪০  হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি টাকা কোথায় রাখা রয়েছে বা কাদের দেওয়া হয়েছে তা জানতে অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। সেই কারণেই বুধবার অভিযুক্তদের আদালতে হাজির করে পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে।

 

 


Miscreants looted moneyFrom Bank employeePolice arrest three

নানান খবর

নানান খবর

গরম থেকে স্বস্তি পেতে উঠোনে বসাই কাল হল, গাছের ডাল ভেঙে চরম পরিণতি বৃদ্ধের

অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ঘরেও ফিরতে দিচ্ছে না বিজিবি, কোচবিহারে সীমান্তে আটকে ৪৯ জন বাংলাদেশি

বিধানসভা ভোটের আগে সাগরদিঘিতে বড় ধাক্কা বাম-কংগ্রেস জোটের, পঞ্চায়েত দখল নিল তৃণমূল

সঙ্গে ছাতা না রাখলেই মহা বিপদ, আরও বাড়বে দুর্যোগ, বৃষ্টি নিয়ে আলিপুরের মেগা আপডেট জানুন

অনলাইনে ছুরি কিনল ছেলে, সেই ছুরি দিয়েই হত্যা করল বাবা মাকে

শরীরের উপরের অংশ মানুষের মতো, নিম্নাংশের আকৃতি যেন মাছের লেজ! বর্ধমানের হাসপাতালে জন্ম নিল 'মৎস্যকন্যা'

শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে শিক্ষককে ধারাল অস্ত্রের কোপ, প্রতিবাদে থানায় ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ, অবরোধ

মোদির সভায় বিক্ষুব্ধ অনন্ত মহারাজকে আমন্ত্রণ টিগ্গার,গ্রেটারের কর্মী সমর্থকরা কি সভায় যাচ্ছেন? সাংসদ যা উত্তর দিলেন

টিউমার ফেটে গলে গিয়েছিল শরীরের ভিতর, আধুনিক পরিকাঠামো ছাড়াই জটিল অপারেশন চন্দননগর হাসপাতালে

আচমকা বিস্ফোরণ, কেঁপে উঠল থানা, কালো ধোঁয়ায় ঢেকে ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন

আবারও হিঙ্গলগঞ্জের আকাশে দেখা গেল ড্রোন, আতঙ্কে এলাকাবাসী

বীরভূমে মেগা মিছিল তৃণমূলের, নয়নের মণি সেই ‘কেষ্ট’

কুম্ভে নিখোঁজ, হ্যাম রেডিওর হাত ধরে বাড়ি ফিরলেন বৃদ্ধ

পান্ডুয়ায় চাঞ্চল্য, এটিএম লুটের চেষ্টা! আটক সুইফট গাড়ি-গ্যাস কার্টার

যাত্রীদের জন্য বিশেষ পরিষেবা, এসপ্ল্যানেডের পর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেও বসল মাসাজ চেয়ার 

সোশ্যাল মিডিয়া