বৃহস্পতিবার ২৯ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | প্রেমিকার স্বামীই 'পথের কাঁটা', প্রেম টেকাতে পরপর গুলি চালাল যুবক, উত্তপ্ত আমডাঙা

Pallabi Ghosh | ২৮ মে ২০২৫ ০৯ : ৫৭Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: বিবাহবহির্ভূত সম্পর্কের জের। 'পথের কাঁটা' সরাতে গৃহবধূর স্বামীকে লক্ষ্য করে ফাঁকা রাস্তায় গুলি চালাল যুবক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার আমডাঙা থানার তারাবেড়িয়া পঞ্চায়েতের রাউতারা গ্রামে। গুলিবিদ্ধ যুবকের নাম মশিয়ার রহমান মণ্ডল। চিকিৎসার জন্য তাঁকে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত যুবক আরিফুল মণ্ডল পলাতক। তাকে ধরতে পুলিশ তল্লাশি শুরু করেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মশিয়ারের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে আরিফুলের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে মশিয়ারের পরিবারে প্রায় রোজই অশান্তি হত। বারণ করা সত্ত্বেও আরিফুল মুরশিয়ারের বাড়িতে যেত। বাড়ির বাইরেও আরিফুল ওই গৃহবধূর সঙ্গে দেখা করত। ওই গৃহবধূর পরিবারের লোকেরা আমডাঙা থানায় আরিফুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তারপর থেকে ওই যুবক গৃহবধূর পরিবারকে নানারকম ভাবে হুমকি দিতে থাকে। 

 

মঙ্গলবার রাতে মশিয়ার পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় রাউতারার কাছে ফাঁকা অন্ধকার রাস্তায় তাঁকে লক্ষ্য করে আরিফুল গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় মশিয়ারকে প্রথমে আমডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তড়িঘড়ি তাঁকে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মশিয়ারের ডান কানের নীচে গুলি লেগেছে। সেই গুলি বের করা যায়নি। মশিয়ারের পরিবারের সদস্য ফারুক মণ্ডল বলেন, 'আরিফুল আমার বোনকে দীর্ঘদিন ধরে বিরক্ত করত। বিষয়টি নিয়ে আমরা পুলিশের দ্বারস্থও হয়েছিলাম। আরিফুল এলাকায় প্রভাবশালী হওয়ায় আমরা কোনও বিচার পাইনি। আমার ভগ্নিপতিকে খুন করার লক্ষ্যে আরিফুল গুলি চালিয়েছে। আমরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।' 

 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আরিফুলের সঙ্গে ওই গৃহবধূর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। পারিবারিক চাপে পরে ওই গৃহবধূ সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন থেকে আরিফুল আরও বেপরোয়া হয়ে ওঠে। 'পথের কাঁটা' ওই গৃহবধূর স্বামী মশিয়ারকে শেষ করার চেষ্টা করে। সেই লক্ষ্যেই পাকা রাস্তায় তাঁকে গুলি করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই শুটআউটের ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত যুবককে ধরতে তল্লাশি চলছে। ‌


North 24 ParganaCrime newsExtra Marital Affair

নানান খবর

নানান খবর

কথা ছিল ভাগ্নেকে চাকরি দেবেন , কিন্তু তার বদলে মামা যেটা দিলেন সেটা না দিলেই ভালো হত বলছেন সকলে

ক্ষমতা থাকলে কালই ভোট করান, বাংলা প্রস্তুত, বিজেপিকে ‘রাজনীতির সময়’ মনে করালেন মমতা

ভেঙে পড়তে পারে গাছ, জমতে পারে জল, আশঙ্কা ভূমিধসের, প্রবল দুর্যোগে ছারখার হবে উত্তর থেকে দক্ষিণ

চাষের জমিতে যাওয়ার পথে ছেঁড়া তার জড়ালো সাইকেলে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে গেলেন কৃষক

শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, আজ বিকেলেই বাংলায় শুরু তাণ্ডব, প্রবল বৃষ্টির চরম সতর্কতা

শরীরের উপরের অংশ মানুষের মতো, নিম্নাংশের আকৃতি যেন মাছের লেজ! বর্ধমানের হাসপাতালে জন্ম নিল 'মৎস্যকন্যা'

শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে শিক্ষককে ধারাল অস্ত্রের কোপ, প্রতিবাদে থানায় ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ, অবরোধ

মোদির সভায় বিক্ষুব্ধ অনন্ত মহারাজকে আমন্ত্রণ টিগ্গার,গ্রেটারের কর্মী সমর্থকরা কি সভায় যাচ্ছেন? সাংসদ যা উত্তর দিলেন

টিউমার ফেটে গলে গিয়েছিল শরীরের ভিতর, আধুনিক পরিকাঠামো ছাড়াই জটিল অপারেশন চন্দননগর হাসপাতালে

আচমকা বিস্ফোরণ, কেঁপে উঠল থানা, কালো ধোঁয়ায় ঢেকে ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন

আবারও হিঙ্গলগঞ্জের আকাশে দেখা গেল ড্রোন, আতঙ্কে এলাকাবাসী

বীরভূমে মেগা মিছিল তৃণমূলের, নয়নের মণি সেই ‘কেষ্ট’

কুম্ভে নিখোঁজ, হ্যাম রেডিওর হাত ধরে বাড়ি ফিরলেন বৃদ্ধ

পান্ডুয়ায় চাঞ্চল্য, এটিএম লুটের চেষ্টা! আটক সুইফট গাড়ি-গ্যাস কার্টার

যাত্রীদের জন্য বিশেষ পরিষেবা, এসপ্ল্যানেডের পর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেও বসল মাসাজ চেয়ার 

সোশ্যাল মিডিয়া