আজকাল ওয়েবডেস্ক: জিও ইন্টেলিজেন্স সংক্রান্ত তথ্য সংগ্রহে ভারতীয় মহাকাশ গবেষণা ইসরো। আগামী ৫ বছরে ৫০টি উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করছে তারা। আইআইটি বোম্বের ‘টেক ফেস্ট’–এ বৃহস্পতিবার ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ একথা জানান। বাহিনীর গতিবিধি অনুসরণ এবং হাজার হাজার কিলোমিটার এলাকার ছবি পাঠানোর ক্ষমতাসম্পন্ন এই উপগ্রহগুলি স্থাপন করা হবে মহাকাশের বিভিন্ন কক্ষপথে। জানিয়েছেন ইসরো প্রধান।
