আজকাল ওয়েবডেস্ক: রবিবার রাতে দক্ষিণ ক্যারোলিনার সমুদ্রতটবর্তী শহর লিটল রিভারে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, যাতে অন্তত ১১ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে হরি কাউন্টি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় ছিল রাত ৯:৩০ মিনিট নাগাদ। আহতদের শারীরিক অবস্থার বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, আরও কয়েকজন ব্যক্তি বেসরকারিভাবে বিভিন্ন হাসপাতালে পৌঁছেছেন বলে খবর আসছে।
ঘটনাস্থলটি ইন্ট্রাকোস্টাল ওয়াটারওয়ের কাছাকাছি একটি আবাসিক এলাকা, যেখানে কিছু বোটিং ব্যবসাও রয়েছে। গুলির ঘটনার পর এলাকায় বহু পুলিশ গাড়ি ও অ্যাম্বুলেন্স ছুটে আসতে দেখা যায়।
হরি কাউন্টি পুলিশ এখনও পর্যন্ত কোনও সন্দেহভাজন বা ঘটনার পেছনের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানায়নি। এ ঘটনার তদন্ত চলছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।
