আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে, একটি সমীক্ষায় দেখা গিয়েছে, বাত বা আর্থ্রাইটিস হল কাজের অক্ষমতার একটি প্রধান কারণ। যা ৫৩.২ মিলিয়নেরও বেশি মানুষকে প্রভাবিত করেছে। এদেশেও সংখ্যাটা নেহাত কম নয়। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলির মতে, যেকোনও বয়সের মানুষের এই সমস্যা হতে পারে।
আর্থ্রাইটিসের সবচেয়ে সাধারণ রূপ হল অস্টিওআর্থারাইটিস। তবে গাউট, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং লুপাসের মতো অন্যান্য রূপও রয়েছে। যা কষ্টকর উপসর্গ সৃষ্টি করতে পারে। অস্টিওআর্থারাইটিস একটি অবক্ষয়জনিত রোগ. যা তরুণাস্থির ক্ষতি ও প্রদাহ সৃষ্টি করতে পারে।
জয়েন্টে ব্যথা হল আর্থ্রাইটিসের সবচেয়ে সুস্পষ্ট এবং সাধারণ লক্ষণ। সাধারণত উঁচু নিচু জায়গায় হাঁটাচলা, সিঁড়ি বেয়ে ওঠার সময় ব্যথা হলে , এমনকি মোজা এবং জুতো পরতে কষ্ট হলে বুঝতে হবে আপনি এই সমস্যায় আক্রান্ত। খুম থেকে উঠেই হাতে পায়ের গাঁটে ব্যাথা মানেই অস্টিওআর্থারাইটিস।
ব্যথার পাশাপাশি যদি আপনার গাঁট ফোলা দেখায়, হাঁটার সময় যদি শব্দ হয়, তবে এটি অতিরিক্ত সাইনোভিয়াল তরলের ফলে হতে পারে। এটি একটি ঘন তরল যা কুশনের কাজ করে।
 রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে ওজন কমে যাওয়া এবং ক্লান্তি হতে পারে। গোড়ালি বা পায়ের কাছে লাল এবং ফোলাভাব লক্ষ্য করতে পারেন। চিকিৎসকের মতে, পেশীতে ব্যথা, চুল পড়া বা জ্বর হওয়ায় অস্বাভাবিক নয়।