অতীশ সেন, ডুয়ার্স: হাতির হামলায় মৃত এক সবজি বিক্রেতা। জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া রাজ্য সড়ক ধরে সাইকেল চেপে সবজি নিয়ে বাজারে বিক্রি করতে যাওয়ার পথে হাতির হামলায় তাঁর মৃত্যু হয়। পালিয়ে প্রাণে বাঁচলেন আরেক সাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বানারহাট ব্লকের গয়েরকাটায়।
জানা গিয়েছে দুরামারির বাসিন্দা পরাণ সরকার (৬০) ও হরেকৃষ্ণ সরকার সবজি নিয়ে নাথুয়া–গয়েরকাটা রাস্তা ধরে গয়েরকাটা বাজারের দিকে যাচ্ছিলেন। মোরাঘাট জঙ্গলের ভেতরের আম্বা ব্রিজ সংলগ্ন এলাকায় তাঁরা পৌঁছতেই হঠাৎই একটি হাতি রাস্তায় উঠে আসে। হাতি দেখে তাঁরা সাইকেল ফেলে প্রাণভয়ে ছুটলেও হাতিটি পরাণ সরকারকে ধরে ফেলে। এরপর পরাণকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মেরে জঙ্গলে ঢুকে যায়। এই সড়কে যানচলাচল কম হওয়ায় গুরুতর আহত অবস্থায় তিনি দীর্ঘক্ষণ রাস্তার ধারে পড়েছিলেন। পরবর্তীতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বনদপ্তরের মোরাঘাট রেঞ্জের সূত্রে জানা গিয়েছে, মৃতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হবে।
জানা গিয়েছে দুরামারির বাসিন্দা পরাণ সরকার (৬০) ও হরেকৃষ্ণ সরকার সবজি নিয়ে নাথুয়া–গয়েরকাটা রাস্তা ধরে গয়েরকাটা বাজারের দিকে যাচ্ছিলেন। মোরাঘাট জঙ্গলের ভেতরের আম্বা ব্রিজ সংলগ্ন এলাকায় তাঁরা পৌঁছতেই হঠাৎই একটি হাতি রাস্তায় উঠে আসে। হাতি দেখে তাঁরা সাইকেল ফেলে প্রাণভয়ে ছুটলেও হাতিটি পরাণ সরকারকে ধরে ফেলে। এরপর পরাণকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মেরে জঙ্গলে ঢুকে যায়। এই সড়কে যানচলাচল কম হওয়ায় গুরুতর আহত অবস্থায় তিনি দীর্ঘক্ষণ রাস্তার ধারে পড়েছিলেন। পরবর্তীতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বনদপ্তরের মোরাঘাট রেঞ্জের সূত্রে জানা গিয়েছে, মৃতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হবে।
