অতীশ সেন, ডুয়ার্স:‌ পূর্ণবয়স্ক চিতাবাঘের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাতাবাড়ির চা বাগান সংলগ্ন জনবসতি এলাকায়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ওই এলাকার একটি ফাঁকা জায়গায় চিতাবাঘের দেহ পড়ে থাকতে দেখেন। চিতাটির পেটে ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। খবর চাউর হতেই স্থানীয়রা সেখানে ভিড় জমান। খবর পেয়ে বনদপ্তরের খুনিয়া স্কোয়ার্ডের কর্মীরা চিতাবাঘের দেহ উদ্ধার করে নিয়ে যায়। উল্লেখ্য, পশ্চিম বাতাবাড়ির এই এলাকাটির পাশেই রয়েছে বাতাবাড়ি চা বাগান। স্থানীয়দের অনুমান, ওই চা বাগান থেকেই চিতাবাঘটি বেরিয়ে এসেছিল। এর আগেও রাতের অন্ধকারে চিতাবাঘ লোকালয়ে হানা দিয়ে ছাগল, মুরগি তুলে নিয়ে গিয়েছিল। তবে চিতাবাঘটির মৃত্যু কিভাবে হল তা এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।