
বুধবার ২১ মে ২০২৫
সংবাদসংস্থা মুম্বই:
ঋদ্ধির ‘রব কথা’
‘জওয়ান’ আর ‘টাইগার ৩’-এর ঋদ্ধি ডোগরা জানালেন, কেরিয়ারের শুরুতেই অডিশন দিয়েছিলেন শাহরুখ খানের ‘রব নে বনা দি জোড়ি’-তে। যশরাজ ফিল্মের অডিশনের খবরে সরাসরি ফোন করেছিলেন মনীষ শর্মাকে। তিনি দিয়েছিলেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-র সেই বিখ্যাত দৃশ্য— “তুম শাদি কর লগি কিসিসে?”
অভিনয়ের পর ডাক পড়ে অফিসে। ঋদ্ধি ভেবেছিলেন, সুযোগ হয়নি। কিন্তু মনীষ বলেন, “তুমি দারুণ অভিনেত্রী। আদিত্যও তোমাকে পছন্দ করেছে। কিন্তু মনে রেখো— এই ইন্ডাস্ট্রিতে সবাই নিজেই নিজের কেস স্টাডি।” ঋদ্ধির কথায়, “ওই মুহূর্তে আদিত্য চোপড়াকে সামনে দিয়ে হেঁটে যেতে দেখেছিলাম। মনীষের বলা সেই কথা আর আদিত্য চোপড়ার হেঁটে যাওয়ার সেই দৃশ্যটা আজও আমার মাথায় গেঁথে রয়েছে।” তবে শাহরুখ-অনুষ্কার ওই ছবিতে ঠিক কোন চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন তিনি, তা অবশ্য জানাননি ঋদ্ধি।
রণদীপের ‘কুকরি’
‘জাঠ’-এর সাফল্যর পর এবার বাস্তব যুদ্ধগাথা নিয়ে ফিরছেন রণদীপ হুডা। নাম ‘অপারেশন কুকরি’—ভারতীয় সেনার এক সাহসিকতায় ভরপুর মিশনের সত্য কাহিনি, যেখানে প্রাণ বাজি রেখে ২৩৩ জন ভারতীয় জওয়ানকে বন্দিদশা থেকে মুক্ত করেন সাহসী সেনারা। ২০০০ সালের সিয়েরা লিওনের ভয়ঙ্কর জঙ্গলে, বিদ্রোহীদের হাতে আটক ছিলেন ভারতীয় শান্তিরক্ষীরা। সেই ভয়ানক ৭৫ দিনের ঘেরাটোপ ভেদ করে সেনাদের উদ্ধার করেন তৎকালীন কোম্পানি কম্যান্ডার মেজর রাজ পাল পুনিয়া। এই চরিত্রেই এবার পর্দায় রণদীপ হুডা।
‘অপারেশন কুকরি: দ্য আনটোল্ড স্টোরি…’ বই থেকে অনুপ্রাণিত এই ছবির প্রযোজনায় রাহুল মিত্রা ফিল্মস ও রণদীপ হুডা ফিল্মস। রণদীপ বলছেন, “এটা শুধুই যুদ্ধের গল্প নয়—এটা আত্মত্যাগ, ভ্রাতৃত্ব আর অদম্য সাহসের কাহিনি। এই মিশন ভারতীয় সেনার এমন এক অধ্যায়, যা আরও বেশি স্বীকৃতি প্রাপ্য।”
শ্রীদেবীকে জাহ্নবীর কান-শ্রদ্ধার্ঘ্য
কান ফিল্ম ফেস্টিভ্যালে অভিষেকেই মাত করলেন জাহ্নবী কপূর। লাল গালিচায় হাঁটার সময় তাঁর সাজে ছিল এক অনবদ্য শ্রদ্ধার ছোঁয়া—মায়ের প্রতি। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী-কে সম্মান জানাতে জাহ্নবী বেছে নিলেন এক রাজকীয় রোজ গোলাপি শেডের বেনারসি টিস্যু স্কার্ট-করসেট, ডিজাইন করেছেন তারুণ তাহিলিয়ানি। এই ঐতিহ্যবাহী অথচ আধুনিক সাজে ছিল বেনারসের হ্যান্ডক্রাশড টেক্সচারের কারিগরি ছোঁয়া, সঙ্গে পার্ল গয়না ও মাথা ঢাকা ঘোমটা।
“জাহ্নবী যেন তাঁর মা শ্রীদেবীর ফ্যাশন স্টেটমেন্ট অনুসরণ করছেন”—এমন মন্তব্যে একমত হয়েছেন বহু শ্রীদেবী-অনুরাগী। কেউ লিখেছেন, “জাহ্নবীর এই সাজ নিঃসন্দেহে শ্রীদেবীকে মনে করায়।” শ্রীদেবী যেমন ক্লাসিক ভারতীয় সাজে নিজস্ব স্টাইল এনে ঝলক দেখাতেন, তেমনই কানে মেয়ের অভিষেকেও দেখা গেল সেই শিকড়-মেশানো গ্ল্যামার।
এই কানের লুকে শুধু ফ্যাশন নয়—ছিল এক কন্যার নীরব শ্রদ্ধাঞ্জলি তাঁর কিংবদন্তি মায়ের প্রতি।
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!
বড়পর্দায় যাত্রা শুরু 'রাঙ্গামতি' মনিষার, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোন ছবিতে দেখা যাবে তাঁকে?
টলিপাড়ার শিল্পীদের কাজে বাধা দেওয়া যাবে না! ফেডারেশন-পরিচালক মামলায় হাইকোর্টের রায়
কান-এর লাল গালিচায় ছেঁড়া পোশাকে উর্বশী রাউতেলা! নায়িকার কাণ্ড দেখে ছিঃছিঃ নেটপাড়ায়
'অপারেশন সিঁদুর' নিয়ে ছবি তৈরির বিষয়ে ভিকির সঙ্গে তুমুল ঝামেলা অক্ষয়ের? খুল্লম খুল্লা টুইঙ্কল খান্না!
অনন্যা পাণ্ডের ‘ব্লাউজ’ পরে মঞ্চে উঠলেন টাইগার শ্রফ? অভিনেতাকে নিয়ে শুরু হাসির তুফান!