
বুধবার ২১ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের ঝলমলে আড়ালে গোপনে লুকিয়ে থাকা সত্যি একদম অন্যরকম। ‘কোস্তাও’ ছবির প্রচারের সুবাদে এক সাক্ষাৎকারে বলিউডের প্রসঙ্গে নওয়াজউদ্দিন সিদ্দিকি স্পষ্ট করে জানিয়ে দিলেন বলিউডের বন্ধুত্ব আর সম্পর্ক সেভাবে তৈরি হয় না কোনওদিন— সবই হয় সুবিধা-লাভের হিসেবনিকেশে। অভিনেতার কথায়, “আজ কেউ একজন তোমার বন্ধু, কাল অন্য কারও প্রয়োজন হলেই সে বদলে যাবে।” অভিনেতার মতে, এককথায় বলিউডে দারুণ অবিশ্বাস আর নিরাপত্তাহীনতা বিরাজমান।
এদিন ৫১ বছরে পা দিলেন নওয়াজউদ্দিন। তাঁর কথায়, “আমার আসল বন্ধুরা সবাই সেই সময়ের, যখন আমি বলিউডে নিজের পায়ের তলায় মাটি পেতে ব্যস্ত ছিলাম। আজকের বলিউডে এমন কোনও শক্তিশালী বন্ধুত্ব বা আনুগত্য নেই।” অভিনেতা স্পষ্ট করলেন, এই নিরাপত্তাহীনতা ও প্রতিদ্বন্দ্বীতার কারণে বলিউডের অভিনেতাদের মধ্যে সম্পর্ক কখনও মজবুত হয় না, বরং প্রত্যেকে আলাদা করে নিজেদের ‘দল’ গঠন করে, একসঙ্গে থাকেন না।
নওয়াজের সাম্প্রতিক কাজ ‘কোস্তাও’ — একটি বায়োপিক ক্রাইম ড্রামা যা গোয়া-র সোনা পাচার চক্রের বিরুদ্ধে লড়াই করা কাস্টমস অফিসার কোস্তাও ফার্নান্ডেজের বাস্তব জীবনকাহিনি তুলে ধরে — প্রশংসিত হয়েছে। কিন্তু নওয়াজের আক্ষেপ, “ যেসব অভিনেতারা যোগ্য তাঁরা প্রায়ই সুযোগ পান না, আর যাঁরা অযোগ্য তাঁরাই রাতারাতি স্পটলাইটের তলায় চলে আসেন। ” নওয়াজ আরও বলেন, “দর্শক একটা অভিনেতার খারাপ অভিনয়ের অভ্যাস হয়ে যায়। তাঁদের প্রথম ও পনেরোতম ছবির পার্থক্য দেখে মনে হয় অভিনয় ভাল হচ্ছে। কিন্তু যদি প্রথম থেকেই যোগ্য অভিনেতাকে নেওয়া হত, তাহলে পুরো শিল্পটা আলাদা হতো।”
এই ক্ষোভের মাঝে নবাজ বলিউডের প্রতি এক গভীর হতাশা প্রকাশ করলেন যে যাঁরা সত্যিকারের মেধাবী ও প্রতিভাবান, তাঁদের পাশে রাখা হয় না বরং কম গুরুত্ব দেওয়া হয়।
নওয়াজউদ্দিনের বক্তব্য বলিউডের অন্ধকার দিকের এক হাড্ডাহাড্ডি চিত্র তুলে ধরে— যেখানে সত্যিকারের বন্ধুত্বের অভাব, অপব্যবহার, আর স্বার্থপরতার রাজত্ব। তিনি বলেন, “এখানে প্রত্যেকে শুধু নিজের জায়গা নিশ্চিত করতে চায়, আর সেটাই বড় সমস্যা।” শিল্পের এই ফাটল ও ভাঙ্গন একদিকে যেমন প্রতিভাবানদের পথরোধ করে, অন্যদিকে পুরো ইন্ডাস্ট্রিকে করে তোলে একটা বিচ্ছিন্ন সংগঠন, যেখানে একতা নেই বললেই চলে।
সংক্ষেপে, নওয়াজউদ্দিন সিদ্দিকির কণ্ঠ থেকে উঠে আসা বলিউডের এই ‘অত্যন্ত বাস্তব’ ছবিটি কোনোভাবেই উপেক্ষা করার নয়। সত্যিকারের প্রতিভাবানরা যারাই থাকুন, লোভ-স্বার্থ আর নিরাপত্তাহীনতার মধ্যে তাদের পাওয়া মুশকিল। ‘কোস্তাও’ ছবির মতো সত্যিকারের গল্প ছাপিয়ে যায় ইন্ডাস্ট্রির বাইরে, আর নওয়াজের বলা কথা থেকেই স্পষ্ট ইঙ্গিত, বলিউডের অন্দরে বন্ধুত্ব আর সম্পর্ক আজকাল অনেকটাই খালি ঢাকনা ছাড়া হাঁড়ির মতো!
‘আমি না থাকলেও চলবে, পরেশ রাওয়াল ছাড়া অসম্ভব!” ‘হেরা ফেরি ৩’-র ভবিষ্যৎ কী তবে? মুখ খুললেন সুনীল
আসছে রণদীপের ‘কুকরি’, কীভাবে ফস্কে গিয়েছিল শাহরুখের নায়িকা হওয়ার সুযোগ? মুখ খুললেন ঋদ্ধি ডোগরা
কিয়ারা আদবানির নিতম্বের ছবি দেখিয়ে যৌনগন্ধী মন্তব্য রাম গোপাল বর্মার! ছি ছি করে চোখ ঢাকছে নেটপাড়া
নিউটাউনে রবীন্দ্র জয়ন্তী উদ্যাপন স্নিতা মিউজিক একাডেমির
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!
বড়পর্দায় যাত্রা শুরু 'রাঙ্গামতি' মনিষার, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোন ছবিতে দেখা যাবে তাঁকে?
টলিপাড়ার শিল্পীদের কাজে বাধা দেওয়া যাবে না! ফেডারেশন-পরিচালক মামলায় হাইকোর্টের রায়
কান-এর লাল গালিচায় ছেঁড়া পোশাকে উর্বশী রাউতেলা! নায়িকার কাণ্ড দেখে ছিঃছিঃ নেটপাড়ায়
'অপারেশন সিঁদুর' নিয়ে ছবি তৈরির বিষয়ে ভিকির সঙ্গে তুমুল ঝামেলা অক্ষয়ের? খুল্লম খুল্লা টুইঙ্কল খান্না!
অনন্যা পাণ্ডের ‘ব্লাউজ’ পরে মঞ্চে উঠলেন টাইগার শ্রফ? অভিনেতাকে নিয়ে শুরু হাসির তুফান!
খুনের অভিযোগ! থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকা বিমানবন্দরেই গ্রেফতার বাংলাদেশের অভিনেত্রী নুসরত ফারিয়া
মারাঠি ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়! ইন্দোরে কোন তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী?
শাকিবের 'তাণ্ডব'-এ সাক্ষী থাকবেন জয়া আহসান! প্রথম ঝলকেই কোন ভয়াবহ ইঙ্গিত দিলেন ওপার বাংলার সুপারস্টার?
‘আপনি কি গাঁজা খান? সিজারের মাধ্যমে শিশুর জন্ম মানেই…’ সুনীল শেট্টির কোন ‘প্রসব’ উক্তিতে রেগে আগুন নেটপাড়া?
‘ওয়ার ২’ ছাড়াও স্পাই ইউনিভার্সের কোন কোন ছবিতে দেখা যাবে জুনিয়র এনটিআরকে? আদিত্য চোপড়ার গোপন মাস্টারপ্ল্যান ফাঁস!