আজকাল ওয়েবডেস্ক: ফুটবলে ইস্টবেঙ্গলকে বারংবার হারিয়েছে মোহনবাগান। এবার ক্রিকেট মাঠেও জিতল সবুজ-মেরুন ব্রিগেড।
জেসি মুখার্জি টি-টোয়েন্টি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই প্রধান। সেই ম্যাচে মোহনবাগান জিতল ৯ রানে।
দেশবন্ধু পার্কে এদিন প্রথমে ব্যাট করে মোহনবাগান প্রথমে ব্যাট করে তোলে ১৫৩ রান। পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি সবুজ-মেরুন। ১৯.২ ওভারে অল আউট হয়ে যায় মোহনবাগান।
মোহনবাগানের সৌরভ হালদার ৪০ (৩২) রান করেন। ইস্টবেঙ্গলের কনিষ্ক শেঠ ৪ উইকেট নেন। মোহনবাগানের রান তাড়া করতে নেমে ইস্টবেঙ্গল ২০ ওভারে তোলে ৯ উইকেটে ১৪৪ রান।
ইস্টবেঙ্গলের অভিষেক দাস ৩৪ (৩১) রান করেন। মোহনবাগানের অনুরাগ তিওয়ারি, প্রদীপ কুমার ও এস যাদব ২ টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হন সৌরভ হালদার।
