আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ে বিসিসিআইয়ের প্রধান দফতরে নিজের নামে একটি বোর্ড রুমের উদ্বোধন করলেন শচীন তেন্ডুলকর। রুমের নাম দেওয়া হয়েছে, 'এস আরটি ১০০।' মিডিয়া বিবৃতিতে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের জন্য বোর্ড রুম মাস্টার ব্লাস্টারের নামে নামকরণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বোর্ডের সভাপতি রজার বিনি, সহ সভাপতি রাজীব শুক্লা, সচিব দেবজিত সাইকিয়া এবং যুগ্ম সচিব রোহন দেশাই। অনুষ্ঠানে ২০০৭ বিশ্বকাপের হতাশা নিয়ে কথা বলেন শচীন। জানান, দোটানায় ছিলেন। তাঁকে পথ দেখান অজিত তেন্ডুলকর।
শচীন বলেন, '২০০৭ সালে আমরা যখন ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরি, অনেক কথা আমার মাথায় ঘুরছিল। খেলা চালিয়ে যাব না সরে যাব সেই নিয়ে ভাবছিলাম। আমি দাদার সঙ্গে কথা বলি। আমার দাদা বলে, ২০১১ সালে বিশ্বকাপ ভারতে হবে। ফাইনাল হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ভাবতে পারছো তুমি ট্রফি নিয়ে ভিকট্রি ল্যাপ নিচ্ছো। সেখান থেকেই নতুন যাত্রা শুরু হয়। সেই চার বছর মাত্র একটাই লক্ষ্য ছিল। বিশ্বকাপ ট্রফি। জীবনের কঠিনতম মুহূর্ত থেকে ২০১১ সালে সেরা মুহূর্ত পেয়েছি। যাত্রাটা অনবদ্য ছিল।' সপ্তাহের শুরুতে সুনীল গাভাসকরের নামে বোর্ড রুমের উদ্বোধন হয়। নাম রাখা হয় '১০০০০ গাভাসকর।'
