বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: ঘুন কুয়াশা বিপদ ডেকে আনল আগ্রা-লখনউ জাতীয় সড়কে। উত্তরপ্রদেশের উন্নাওয়ের কাছে দুর্ঘটনায় একজনের মৃত্যু এবং প্রায় ২৫ জন আহত হয়েছেন। আজ সকালে জাতীয় সড়কে একটি ডবল ডেকার বাস নিয়ন্ত্রণ হারায়। ফলে, অন্তত ৬টি গাড়ির একটির সঙ্গে অপরটির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই এক বাসযাত্রীর মৃত্যু হয়। ২৪ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের লখনউয়ের ট্রমা কেয়ার সেন্টারে স্থানান্তরিত করা হয়।

বুধবার সকালে অত্যন্ত ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা শূন্যে পৌঁছয় উত্তর ভারতে। ১১০টি উড়ান চলাচল বিঘ্নিত হয় কুয়াশার কারণে। উত্তর রেলওয়ে জানিয়েছে দিল্লিগামী অন্তত ২৫টি ট্রেন গন্তব্যে পৌঁছতে দেরি করে। দিল্লির সফদরজং-এ দৃশ্যমানতা ছিল মাত্র ২৫ মিটার। যদিও দিল্লির বিভিন্ন জায়গায় দৃশ্যমানতা অত্যন্ত খারাপ ছিল। দিল্লি ছাড়াও হরিযানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশের দৃশ্যমানতা বিপজ্জনক পরিস্থিতিতে ছিল। হরিয়ানার হিসার এবং কারনালে ২৫ মিটার এবং আগ্রা, বরেলি এবং ভাতিণ্ডায় দৃশ্যমানতা ছিল শূন্য। বরেলি-সুলতানপুর জাতীয় সড়কে একটি বাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দিল্লিতে বাতাসের গুণমানও অত্যন্ত খারাপ ছিল। এদিন বাতাসের গুণমান ছিল ৩৮১। দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছায় ৭ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি।