অতীশ সেন: দ্রুতগামী গাড়ির ধাক্কায় ময়ূরের মৃত্যু। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের চালসা থেকে গরুমারা জঙ্গল হয়ে ময়নাগুড়িগামী ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত বাতাবাড়ি চা বাগান সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, এদিন একটি পূর্ণবয়স্ক ময়ূরকে রাস্তার পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বনদপ্তরের চালসা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ময়ূরটিকে উদ্ধার করেন। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন, স্থানীয় বাসিন্দারা।ময়ূরের মৃত্যুর ঘটনায় ঘটনায় স্থানীয় মানুষ ও পরিবেশপ্রেমীরা ক্ষোভ প্রকাশ করেন।

চালসা নেচার স্টাডি অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সদস্য তথা পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার জানান, "এই ভাবে বন্যপ্রাণীর মৃত্যু বেদনাদায়ক। দুর্ঘটনাস্থলের পাশেই গরুমারা জাতীয় উদ্যান। এই জঙ্গল থেকে বেরিয়ে আসা বিভিন্ন বন্য জন্তুর এর আগেও গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটেছে। অবিলম্বে এই রাস্তায় কঠোর ভাবে যান নিয়ন্ত্রণ করা দরকার।" বনদপ্তরের চালসা রেঞ্জের রেঞ্জার প্রকাশ থাপা বলেন, "খুব সম্ভবত চলমান গাড়ির ধাক্কায় এই ময়ুরটির মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।"