আজকাল ওয়েবডেস্ক: দেশের প্রথম অমৃত ভারত ট্রেনের ছবি সামনে এল। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি ভিডিও শেয়ার করেন। সেখানেই এই ট্রেনের বিভিন্ন পরিষেবাগুলিকে দেখানো হয়েছে। এটি বন্দে ভারত ট্রেনেরই আরও একটি প্রতিরূপ বলে জানা গিয়েছে। ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেনের উদ্বোধন করবেন। নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় রেলমন্ত্রী লেখেন, অমৃত কালের অমৃত ভারত ট্রেন। এই ট্রেন যাত্রাপথের সময় অনেকটাই কমাবে। এই ট্রেনে পুশ-পুল ব্যবস্থা থাকছে। ফলে ট্রেনের গতির সঙ্গে তাল রেখে যাত্রীরা নিজেদের আসনকে মানিয়ে নিতে পারবেন। এই ট্রেনের ইঞ্জিনও অনেক বেশি আধুনিক হবে। বন্দে ভারত ট্রেনের অনেক সুবিধাই অমৃত ভারত ট্রেনে থাকবে। এই ট্রেন প্রথমে অযোধ্যা থেকে দ্বারভাঙা পর্যন্ত চালানো হবে। পরে এই পরিষেবা দেশের অন্য প্রান্তে ছড়িয়ে দেওয়া হবে।