আজকাল ওয়েবডেস্ক: বাহুমূল বা বগলের ত্বক কালো হয়ে যাওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে। ঠিক মতো স্নান না করা, ঘন ঘন শেভিং করা, কিছু ডিওডোরেন্টে থাকা রাসায়নিক উপাদান কালচে ভাব সৃষ্টি করতে পারে। এছাড়া অনেক সময় আঁটসাঁট পোশাক পরার ফলে ত্বকে ক্রমাগত ঘষা লাগে। যার ফলে কালচে দাগ পড়তে পারে। এছাড়া, মৃত কোষ জমে যাওয়া, হরমোনের ভারসাম্যহীনতা, বংশগত কিছু কারণ, স্থূলতা প্রভৃতি কারণেও বগলের ত্বক কালো হতে পারে। এই কালচে দাগ কমানোর জন্য ৩টি ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন।
১. আলুর রস: আলু প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে পরিচিত। একটি মাঝারি আকারের আলু ব্লেন্ড করে তার রস বের করে নিন। এই রস তুলো দিয়ে বগলের কালো দাগের উপর লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। আলুতে থাকা ক্যাটেকোলেজ নামক এনজাইম ত্বকের দাগ হালকা করতে সাহায্য করে। এটি প্রতিদিন ব্যবহার করতে পারেন।
২. শসার রস বা স্লাইস: শসা ত্বককে শীতল করে। শসা থেঁতো করে রস বের করে বগলে লাগাতে পারেন অথবা শসার পাতলা স্লাইস সরাসরি কালো দাগের উপর ১৫-২০ মিনিট রাখতে পারেন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। বিশেষ করে যাঁদের ত্বক একটু বেশি স্পর্শকাতর তাঁদের জন্যে শসা খুবই উপযুক্ত।
৩. বেসন ও টক দইয়ের প্যাক: দুই চামচ বেসনের সঙ্গে এক চামচ টক দই এবং সামান্য লেবুর রস অথবা গোলাপ জল মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্ট বগলে লাগিয়ে ২০-২৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে হালকা ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন। বেসন মৃত কোষ দূর করে ত্বক পরিষ্কার করে, দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। এই প্যাকটি সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করতে পারেন।
