আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার পাঞ্জাবের ফিরোজপুরে একটি আবাসিক এলাকায় পাকিস্তানের ড্রোন হামলায় এক পরিবারের তিনজন সদস্য আহত হয়েছেন। আহতদের দেহে আগুনে পোড়ার চিহ্ন পাওয়া গেছে এবং তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ সংস্থা-র তথ্য অনুযায়ী, ফেরোজপুরের এসএসপি ভূপিন্দর সিং সিধু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা তিনজনের আহত হওয়ার খবর পেয়েছি। তাদের শরীরে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে, চিকিৎসকেরা চিকিৎসা করছেন।”

ফিরোজপুর জেলাজুড়ে সম্পূর্ণ ব্ল্যাকআউট জারি করা হয়েছে। সাইরেন বাজছে এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এসএসপি সিধু জানান, ভারতীয় সেনাবাহিনী অধিকাংশ ড্রোনকে সফলভাবে নিকেশ করেছে।

সীমান্ত অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনার মাঝে এই হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।