নিজস্ব সংবাদদাতা: এক রবীন্দ্রভক্ত কবি ও তাঁর প্রতিশোধের কাহিনী পর্দায় আনছেন পরিচালক সায়ন্তন ঘোষাল ৷ ২৫ বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে সামনে এল ছবির টিজার ৷

 

 

 

শুক্রবার এসকে মুভিজ প্রযোজিত 'রবীন্দ্র কাব্য রহস্য' ছবির টিজার মুক্তি পায় সমাজমাধ্যমে৷ পাশাপাশি সামনে আসে ছবি মুক্তির তারিখও ৷ আগামী ২০ জুন মুক্তি পাচ্ছে ঋত্বিক চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত 'রবীন্দ্র কাব্য রহস্য' ৷ পরিচালক সায়ন্তন ঘোষাল এই ছবিটি তৈরি করেছেন লন্ডনের প্রেক্ষাপটে। টানটান রহস্য রয়েছে ছবিতে।

 

 

 

 

টিজারেও মিলল সেই ঝলক। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এই টিজার ভাগ করে লেখা হয়, "কবিতার ভাঁজে ছদ্মবেশে লুকিয়ে আছে এক অমীমাংসিত সত্য। প্রতিটি পংক্তিতে লুকিয়ে একেকটি ইঙ্গিত...'রবীন্দ্র কাব্য রহস্য' - প্রমাণ, প্রশ্ন, আর এক রহস্যময় ষড়যন্ত্রের খোঁজ! 20 জুন, আসছে বড়পর্দায় ৷"

 

 

 

 

 

এই ছবির মাধ্যমে প্রথমবার জুটি বাঁধলেন ঋত্বিক চক্রবর্তী এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় । বিশ্বকবি ভারতের 'স্বাধীনতা চাননি?' 'দেশের শত্রু ছিলেন' আমাদের জাতীয় কবি? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পেতে মরিয়ে ঋত্বিক চক্রবর্তী এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিন্তু তাঁরা কি পারবেন সেই সত্য উদঘাটন করতে? সেটা নিয়েই আসছে সায়ন্তন ঘোষালের নতুন ছবি।

 

 

 

 

এই ছবিতে অন্যান্য চরিত্রে থাকবেন রাজনন্দিনী পাল, ঋতব্রত মুখোপাধ্যায়, প্রমুখ। ঋত্বিকের চরিত্রের নাম অভীক। সে পেশায় কবি, আবার একই সঙ্গে রহস্য সমাধানেও সমান আগ্রহ তাঁর। অন্যদিকে হিয়ার চরিত্রে থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সে পেশায় রবীন্দ্র সঙ্গীত শিল্পী। রবীন্দ্র কাব্য রহস্য ছবিটিতে রবীন্দ্রনাথের চরিত্রে দেখা যাবে প্রিয়াংশু চট্টোপাধ্যায়কে।