আজকাল ওয়েবডেস্ক: ঘরে-বাইরে এখন বিরাট চাপে পাকিস্তান। তাদের সরকার থেকে শুরু করে সেনা সকলেই এখন প্রবল চাপের কাছে। পাকিস্তানের জনগন থেকে শুরু করে সাংসদ সকলেই এখন পাক সরকারকে তীব্র কটাক্ষে বিদ্ধ করেছে।


এনডিটিভির খবর অনুসারে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবার বিরাট অস্বস্তিতে পড়লেন। এক পাক সাংসদ তাকে কাপুরুষ হিসেবে বর্ণনা করলেন। পাশাপাশি সেই সাংসদ তাকে বলেন, "প্রধানমন্ত্রী মোদির নামও নিতে পারছি না"। শাহবাজ শরিফকে "কাপুরুষ" বললেন পাক এমপি। পাকিস্তানের একজন সংসদ সদস্য যখন তাকে "কাপুরুষতা" বলে তিরস্কার করেন, তখন তিনি বড় ধরনের অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন।

 

?ref_src=twsrc%5Etfw">May 9, 2025


এই প্রথমবার নয় যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজেকে এই ধরণের সমালোচনার মুখে ফেলেছেন। সম্প্রতি, পাকিস্তানের অভ্যন্তরে ভারত একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার সময় শরিফ নাগরিকদের দ্বারা ট্রোলড হয়েছিলেন। অনেক নেটিজেন তাকে নিয়ে মজা করেছেন এবং তার "দুর্বল" চেহারা এবং শারীরিক ভাষা নিয়ে উপহাস করেছেন।


বৃহস্পতিবারই ভারতের সঙ্গে শত্রুতার পরিপ্রেক্ষিতে একজন পাকিস্তানি সংসদ সদস্য তাদের জীবন বাঁচানোর জন্য আল্লাহর কাছে আশীর্বাদ চেয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।


পাকিস্তানি সংসদ সদস্য তাহির ইকবাল ভারতীয় হামলার বিষয়ে কথা বলার সময় আক্ষরিক অর্থেই কাঁপতে থাকেন। তার কণ্ঠস্বর কাঁপতে থাকে, তার অঙ্গভঙ্গিতে ভয় ও আতঙ্ক ফুটে ওঠে, এবং বক্তৃতা দেওয়ার সময় তিনি বারবার দমবন্ধ হয়ে যান। বৃহস্পতিবার সংসদে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, "আমি প্রার্থনা করি আল্লাহ যেন পাকিস্তানিদের রক্ষা করেন।"


বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শুক্রবার ভোররাত পর্যন্ত চলেছে  ভারত-পাকিস্তান সংঘাত। নিয়ন্ত্রণরেখা বরাবর রাতভর গোলাগুলি চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের লাগাতার হামলার চেষ্টা বারবার ভেঙে দেয় ভারতীয় সেনা। অন্তত ৫০টি পাক ড্রোন গুলি করে নামিয়েছে, ধ্বংস করেছে ভারতীয় সেনা  সূত্রের খবর তেমনটাই।