আজকাল ওয়েবডেস্ক: পৃথিবীতে ১৯৫টি দেশ রয়েছে। বিভিন্ন কারণে প্রতিটি দেশেরই একটি স্বতন্ত্র পরিচয় রয়েছে। আজকের প্রতিবেদনে এমনই একটি দেশ সম্পর্কে তথ্য তুলে ধরা হবে, যা ‘কালো সোনার দেশ’ নামে পরিচিত। কিন্তু আপনি কি জানেন কোন দেশকে এই নামে ডাকা হয়? দেশটিতে একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের বিপুল ভান্ডার রয়েছে। যা দেখতে কালো এবং অত্যন্ত মূল্যবান। সোনার মতোই মূল্যবান। এটি বিশ্বজুড়ে পরিবহন, শিল্প এবং দৈনন্দিন জীবনের জন্য অপরিহার্য অংশ। এই দেশটির সম্পদের বিশাল ভান্ডারের ফলেই এটিকে ‘কালো সোনার দেশ’ বলা হয়।
কুয়েতকে কালো সোনার দেশ বলা হয়। ‘কালো সোনা’ বলতে পেট্রোলিয়ামকে বোঝায়, যা একটি জীবাশ্ম জ্বালানি। এটি প্রাচীন জৈব পদার্থ থেকে উৎপন্ন হয় এবং ভূগর্ভস্থ শিলাস্তরে পাওয়া যায়, যার প্রধান উপাদান হলো হাইড্রোকার্বন। এই পেট্রোলিয়ামকে পরিশোধিত করে গ্যাসোলিন, ডিজেল, জেট ফুয়েল এবং প্লাস্টিকের মতো গুরুত্বপূর্ণ পণ্য তৈরি করা হয়। যা পরিবহন ও শিল্পের জন্য অপরিহার্য। এর মাধ্যমে এটি বিশ্ব অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরিশোধিত তেল কুয়েতের অর্থনীতির মেরুদণ্ড এবং এর উন্নয়ন ও জীবনযাত্রার উপর ব্যাপক প্রভাব রয়েছে।
কুয়েতের এমন নামকরণের কারণ তেলই দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। তেল আবিষ্কারের আগে কুয়েত মূলত বাণিজ্য ও মৎস্য শিকারের অঞ্চল ছিল। তেল আবিষ্কার দেশটির জন্য অপরিমেয় সম্পদ এবং দ্রুত উন্নয়ন নিয়ে আসে। বর্তমানে তেলের অর্থেই স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট, জনসেবা এবং অসংখ্য সরকারি কর্মসূচির ব্যয় নির্বাহ করা হয়। কুয়েত বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ। বিশ্বব্যাপী সরবরাহের জন্য প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল উত্তোলন করে। বিশ্বের অন্যতম বৃহত্তম বুরগান তেলক্ষেত্র কুয়েতের তেল উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখে।
কুয়েতের বেশিরভাগ তেল অন্যান্য দেশে রপ্তানি করা হয়। আধুনিক বন্দর এবং তেল টার্মিনালগুলো এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে অপরিশোধিত তেল ও পরিশোধিত পণ্য পরিবহনে সহায়তা করে। এই রপ্তানি থেকেই দেশটির আয়ের সিংহভাগ আসে। কুয়েতের কাছে বিশ্বের অন্যতম বৃহত্তম তেলের মজুদ রয়েছে। যার ফলে আগামী বহু বছর ধরে উৎপাদন অব্যাহত থাকবে। কুয়েত ওপেক-এরও একজন সক্রিয় সদস্য। গ্রেটার বুরগান অঞ্চলটি কুয়েতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এটি কয়েক দশক ধরে তেল উৎপাদন করে আসছে।
কুয়েত পশ্চিম এশিয়ার একটি ছোট কিন্তু অত্যন্ত ধনী দেশ। পারস্য উপসাগরের উত্তর-পশ্চিম কোণে অবস্থিত এই দেশটি ইরাক ও সৌদি আরবের সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে। দেশটি বিশাল তেল ভান্ডারের জন্য সুপরিচিত। এর রাজধানী কুয়েত সিটিতে অনেক উঁচু আধুনিক ভবন এবং বাজার রয়েছে। দেশের বেশিরভাগ জনসংখ্যার মধ্যে অনেক বিদেশী শ্রমিকও রয়েছে। তাঁরা সেখানেই বসবাস করেন।
