সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
কেমন আছেন পবনদীপ?
কয়েকদিন আগেই বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন 'ইন্ডিয়ান আইডল' খ্যাত পবনদীপ রাজন। গাড়ি দুর্ঘটনার জেরে আইসিইউতে ভর্তি ছিলেন গায়ক। প্রথমে তাঁর অবস্থা সঙ্কটজনক থাকলেও এখন খানিকটা স্থিতিশীল। গায়কের পরিবার ও টিমের পক্ষ থেকে সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানাল হল, পবনদীপ আগের থেকে অনেকটাই সুস্থ। ভাগ করে নেওয়া ছবিতে দেখা গেল আইসিউয়ের বিছানায় হাসি মুখে শুয়ে রয়েছেন পবনদীপ। তাঁকে ঘিরে রয়েছেন বন্ধুরা। বোঝাই যাচ্ছে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
রণবীরকে অভিনয় শিখিয়েছিলেন নওয়াজ?
সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী জানান, তিনি নাকি রণবীর সিংকে অভিনয়ের প্রশিক্ষণ দিয়েছিলেন। তাঁর কথায়, "২০১০ সালে 'ব্যান্ড বাজা বরাত' ছবিতে রণবীরকে ওয়ার্কশপ করানোর দায়িত্ব আসে আমার কাছে। তখন যে সমস্ত নতুন অভিনেতারা কাজ করতেন, তাঁদের ওয়ার্কশপের দায়িত্ব আমাকেই দেওয়া হতো।"
অভিনয় ছাড়ছেন রাজকুমার?
গোটা দেশ তোলপাড় ভারত-পাক যুদ্ধের আবহে। এর মাঝেই বলি অভিনেতা রাজকুমার রাও জানান, অভিনেতা না হলে তিনি সেনাবাহিনীতে যোগ দিতেন। তাঁর কথায়, “সত্যি কথা বলতে, ছোট থেকে আমি শুধু অভিনেতা হওয়ারই স্বপ্ন দেখতাম। এই স্বপ্ন পূরণের জন্য আমি কঠোর পরিশ্রম করেছি। এছাড়া দ্বিতীয় কোনও সত্তার কথা আমি কখনওই ভাবিনি। আমার কাছে একটাই রাস্তা ছিল। কিন্তু যদি আমাকে দ্বিতীয় পেশার কথা ভাবতে বলা হত, আমি সশস্ত্র বাহিনীতেই যোগদান করতাম।"
