ধনু: ধনুরা নিজের জগত ও কৌতূহলে এতটাই ডুবে থাকে যে অন্যের সমস্যা শোনার মানসিক অবকাশ অনেক সময় তাদের থাকে না। তারা ভালো বন্ধু বা সঙ্গী হতে চাইলেও প্রায়ই আবেগগতভাবে অনুপস্থিত ও অসংলগ্ন থাকে।
2
5
মীন: মীন রাশির মানুষ অত্যন্ত সংবেদনশীল এবং সবকিছু নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে নেয়। অন্যের দুঃখকেও তারা নিজেদের কষ্ট ভেবে কাঁদে। নিজের অনুভূতি ও আত্মঅন্বেষণেই তারা সবচেয়ে বেশি ডুবে থাকে, বিশেষত যখন তারা মনখারাপ বা অলস থাকে।
3
5
বৃশ্চিক: বৃশ্চিকদের কাছে নিজের গুরুত্বই সবার ওপরে। তারা ভাবেই না কেন অন্যরা নিজেদের নিয়ে এতটা ভাবছে না। প্রত্যাখ্যান তারা খুব ব্যক্তিগতভাবে নেয় এবং ক্ষুব্ধ হলে প্রতিশোধই হয়ে ওঠে তাদের একমাত্র লক্ষ্য।
4
5
কন্যা: কন্যারা মনে করে তারা সব বিষয়ে সঠিক এবং সবকিছুই তারা সবচেয়ে ভালো জানে, আপনার কাজ, পোশাক বা সম্পর্ক পর্যন্ত। নিজের জীবন ও অন্যদের জীবনকে তারা নিজেদের মানদণ্ডে “ঠিক” করতে চায়।
5
5
বৃষ: বৃষরা কোনও ঘটনার সময় নিজেদের অনুভূতিকে এত গুরুত্ব দেয় যে অন্যের আবেগকে উপেক্ষা করতে পারে। আরাম, বিলাস ও সুখই তাদের অগ্রাধিকার, ফলে ধীরে ধীরে তারা আত্মকেন্দ্রিক বলে মনে হয়। নিয়ম তারা বানায়, মানতে না পারলে বিদায়।