আগামী ১৪ জানুয়ারি প্রতি বছরের মতো এই বছরও পালিত হবে মকর সংক্রান্তি। তবে অন্যান্য বারের তুলনায় ২০২৬ সাল একটু আলাদা। কেন? কারণ মকর সংক্রান্তির দিনই চলতি বছর তৈরি হচ্ছে মাঘ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী তিথি। এই তিথিকে ষটতিলা একাদশীও বলা হয়। ২৩ বছর পর আবারও এই যোগ তৈরি হল। এর আগে ২০০৩ সালে এই যোগ তৈরি হয়েছিল। ফলে এই যোগে দান ধ্যানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। একই সঙ্গে এদিন পুজো করা উচিত। জেনে নিন সেই সমস্ত মুহূর্ত এবং টোটকার কথা। ছবি- সংগৃহীত
2
5
আগে জেনে নিন কেন পালিত হয় মকর সংক্রান্তি। প্রতি ৩০ দিন অন্তর সূর্য রাশি বদলায়। যখন সূর্য ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করে, তখনই মকর সংক্রান্তি পালিত হয়। এই সময় থেকে দিন বড় হতে থাকে। শুরু হয় সূর্যের উত্তরায়ণ। তাই মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু শাস্ত্রে। ছবি- সংগৃহীত
3
5
চলতি বছরের ১৪ জানুয়ারির দুপুর ৩টে ১৩ নাগাদ মকর রাশিতে প্রবেশ করবে সূর্য। এই সময় থেকেই মকর সংক্রান্তির পুজোর সময় শুরু হয়ে যাবে। বিকেল ৫টা ৪৫ পর্যন্ত পুজো করা যাবে। এই সময় কোনও পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পূণ্যের বলে মনে করা হয়। ছবি- সংগৃহীত
4
5
মকর সংক্রান্তির দিন গরীব দুঃস্থদের পোশাক, কম্বল, খাবার দান করুন। এই কাজকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এদিন তিল, গুড়, ঘি, ইত্যাদি দান করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। জীবনে সুখ, সমৃদ্ধি বিরাজ করে। কেটে যায় বাধা বিপত্তি। ছবি- সংগৃহীত
5
5
মকর সংক্রান্তির দিন সূর্যদেবের পুজো করুন। স্নান করে উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন। একই সঙ্গে দিন চাল, লাল ফুল, কুমকুম বা সিঁদুর। সূর্যমন্ত্র জপ করুন। এতে সূর্যদেবের আশীর্বাদ পাওয়া যায়, সূর্য সংক্রান্ত সমস্যা কেটে গিয়ে, শুভ ফল পাওয়া যায়। ছবি- সংগৃহীত