নিজস্ব সংবাদদাতা: এক 'ক্লিক'-এই এখন বিনোদন। রমরমিয়ে চলছে ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'-এর মেগা সিরিজ 'বাড়ুজ্জে ফ্যামিলি'। এবার এই সিরিজের নতুন প্লট হল 'ব্যারি পেল লটারি'।
মধ্যবিত্ত বাড়ুজ্জ্যে পরিবারে ঘটে যাওয়া এক হঠাৎ পাওয়া ‘মিলিয়ন ডলারের স্বপ্ন’-এর গোলমেলে কমেডি এপিসোড। ব্যারি হঠাৎ জানায়, সে এক আমেরিকান কোম্পানির লটারিতে দু’মিলিয়ন ডলার জিতেছে। এরপরই শুরু হয় পারিবারিক কেলেঙ্কারি - নতুন ফ্ল্যাটে কে কোন দিকের জানালা চায়, কে কোন জামা পরবে, কীভাবে আমেরিকান স্টাইলে কথা বলতে হয়, তার রিহার্সাল শুরু।
গল্পের মোড়ে বিধান বাবু বাঙালিয়ানাকেই আঁকড়ে ধরেন। অন্যদিকে ব্যারি হয়ে ওঠে পুরোদস্তুর বিদেশি।ততক্ষনে বাড়িতে আসে বিদেশি মহিলা 'জেনি'। যিনি নিজেকে লটারি কোম্পানির ইনস্পেক্টর বলে দাবি করেন। কিন্তু সত্যি কি তিনি ইনস্পেক্টর? নাকি এর পেছনে আছে এক বড় ঠকবাজির ফাঁদ?
অভিনয়ে রয়েছেন, রোহিত মুখোপাধ্যায়, সুদীপা বসু, স্বর্ণশেখর জোয়ারদার, দীপাঞ্জন ভট্টাচার্য, স্বেতা তিওয়ারি, প্রেক্ষা সাহা, মৌসুমী ভট্টাচার্য ও রানা বসু ঠাকুর।
এই মেগা সিরিজ প্রসঙ্গে পরিচালক সুমাল্য ভট্টাচার্যর কথায়, "অনেক সময় আমরা কাজের চাপ মুক্ত হতে, হাসতে ভুলে যাই। লেখক সঞ্জয় ভট্টাচার্য এবং সৃজনশীল পরিচালক শান্তনু চট্টোপাধ্যায় নিশ্চিত করেছেন যে আমাদের দর্শক এই মেগা সিরিজের প্রতিটি পর্ব দেখে মজা পাবেন। ইতিমধ্যেই তা সাড়া ফেলেছে দর্শক মহলে।"
