আজকাল ওয়েবডেস্ক:‌ প্রথমে শোনা গিয়েছিল পাঞ্জাব ও দিল্লি দলের ক্রিকেটারদের পাঠানকোট নিয়ে যাওয়া হবে। তারপর সেখান থেকে বন্দে ভারতে চাপিয়ে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের পৌঁছে দেওয়া হবে দিল্লিতে। কিন্তু শুক্রবার জানা গেছে ভারতীয় রেলওয়ে নিরাপত্তার কথা ভেবে অনুমতি দেয়নি। শোনা যাচ্ছে পাঠানকোট থেকে বাসে করে ক্রিকেটারদের দিল্লি পৌঁছে দেওয়া হবে।


প্রসঙ্গত, বৃহস্পতিবার ধরমশালায় চলছিল পাঞ্জাব–দিল্লি ম্যাচ। ১০.‌১ ওভারে পাঞ্জাবের রান যখন ১২২/‌১। তখনই একে একে নিভতে শুরু করে ফ্লাডলাইট। তারপরই মাঠ ছাড়েন ক্রিকেটাররা। কোনও ঝুঁকি নিতে চায়নি আইপিএল কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। দ্রুততার সঙ্গে খালি করে দেওয়া হয় ধরমশালা স্টেডিয়াম। দুই দলের ক্রিকেটাররা নিরাপদভাবে হোটেলে পৌঁছে যান। শুক্রবার স্পেশাল বন্দে ভারত ট্রেনে দুই দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ সহ বাকিদের দিল্লি পৌঁছে দেওয়ার কথা জানানো হয়।


কিন্তু শুক্রবার জানা গেছে, নিরাপত্তার জন্য এই পরিকল্পনা বাতিল হয়ে গিয়েছে। রেল কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। এখন শোনা যাচ্ছে পাঠানকোট থেকে ক্রিকেটারদের বাসে করে দিল্লি পাঠানো হবে। 


পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডও শুক্রবার জানিয়ে দিয়েছে, আপাতত স্থগিত আইপিএল। কবে শুরু হবে তা সময়ে জানিয়ে দেবে বিসিসিআই। বিসিসিআইয়ের এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘‌দেশের যখন এই পরিস্থিতি। একটা যুদ্ধের আবহ রয়েছে। তখন ক্রিকেট খেলা ভাল লাগে না।’‌


এখন যা পরিস্থিতি তাতে আইপিএল বিদেশে চলে যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকায় চলে যেতে পারে আইপিএলের শেষ পর্ব। যদিও বিসিসিআই জানিয়েছে, টুর্নামেন্টের বাকি ম্যাচ নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। নিরাপত্তার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বোর্ড।