আজকাল ওয়েবডেস্ক:  আট দিনের ইহুদি উৎসব হানুক্কার প্রথম রাত। উৎসবের সূচনায় জড়ো হয়েছিলেন বহু মানুষ। সেখানেই এলোপাথাড়ি গুলে চলে। ঘটনায় এখনও পর্যন্ত দশ জনের মৃত্যুর খবর পয়ায়া গিয়েছে একাধিক সর্বভারতীয় এবং স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে। স্থানীয় পুলিশ ঘটনায় পরেই দু'জনকে আটকের কথা জানিয়েছিল। গুলিতে এক হামলাকারীর মৃত্যু হয়েছে বলেও তথ্য।

ইতিমধ্যে এই ঘটনার নিন্দা করেছেন ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোক। জেরুজালেমের এক অনুষ্ঠানে তিনি বলেন, 'অষ্ট্রেলিয়ার সিডনিতে আমাদের ইহুদি ভাই বোনেদের উপর এই মুহূর্তে নিষ্ঠুর আক্রমণ চলেছে।' ইহুদিদের লক্ষ্য করেই মূলত এই হামলা চলেছে কি না, সেই বিষয়ে যদিও এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও তার সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে ভিডিওতে এক ব্যক্তিতে পিছন থেকে গুলি চালাতে দেখা যায় এবং তার পরেই অপর এক ব্যক্তিতে পিছন থেকে আক্রমণ করে ওই বন্দুক ছিনিয়ে নিতে দেখা গিয়েছে তৎপরতার সঙ্গে।

সিডনির বন্ডি বিচ। অর্থাৎ বন্ডি সমুদ্র সৈকত। ভিড়ে ঠাসা সমুদ্র সৈকতেই আচমকা গুলি চালানোর ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন অন্তত দু'ঘণ্টা ধরে, ৫০টি গুলি চালানো হয়। দুপুরেই ঘটনা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় সতর্কতা-পোস্ট দেয় নিউ সাউথ ওয়েলস পুলিশ। এক্স হ্যান্ডেলে বন্দুকবাজের হামলার কথা উল্লেখ করে, সকলকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়।ভারতীয় সময় দুপুর ২.১৭ মিনিটের দিকে (অস্ট্রেলীয় সময় সন্ধ্যা ৭.৪৭ মিনিট), নিউ সাউথ ওয়েলস পুলিশ এক্স-এ একটি পোস্টে উল্লেখ করে। পুলিশ পরে জানায়, গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অপরাধে দু'জনকে আটক করা হয়েছে এবং দুই বন্দুকধারীকে হেফাজতে নেওয়া হয়েছে। সঙ্গেই সতর্কবার্তা হিসেবে পুলিশ জানায়, 'পুলিশ অভিযান চলছে, এবং আমরা জনগণকে এলাকাটি এড়িয়ে চলার জন্য অনুরোধ করছি। দয়া করে সমস্ত পুলিশের নির্দেশাবলী মেনে চলুন। পুলিশ লাইন অতিক্রম করবেন না।' 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ শোক প্রকাশ করেছেন ঘটনায়। সাধারণের উদ্দেশে ঘটনাপ্রসঙ্গে বলেন, বন্ডি সমুদ্র সৈকতের দৃশ্য "মর্মান্তিক এবং বেদনাদায়ক"। তিনি বলেন, 'পুলিশ এবং জরুরি পরিষেবা প্রদানকারীরা জীবন বাঁচাতে মাঠে নেমে কাজ করছে।' মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি। সঙ্গেই সে দেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন, 'আমি এইমাত্র এএফপি কমিশনার এবং এনএসডব্লিউ প্রিমিয়ারের সঙ্গে কথা বলেছি। আমরা এনএসডব্লিউ পুলিশের সঙ্গে মিলিতভাবে কাজ করছি এবং আরও তথ্য নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই তা সকলের সামনে তুলে ধরব। আমি আশেপাশের লোকদের এনএসডব্লিউ পুলিশের তথ্য অনুসরণ করার জন্য অনুরোধ করছি।'