আজকাল ওয়েবডেস্ক:  বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে কড়া ভাষায় ভর্ৎসনা করল ভারতের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ বলেন, দুবের মন্তব্য “চূড়ান্তভাবে দায়িত্বজ্ঞানহীন” এবং “সুপ্রিম কোর্ট ও বিচারপতিদের প্রতি অপমানসূচক”।

এক জনস্বার্থ মামলায় শুনানির সময় এই মন্তব্য করেন বিচারপতিরা, যেখানে আবেদনকারী আইনজীবী বিশাল তিওয়ারি দুবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা ও ঘৃণা ভাষণের জন্য এফআইআর দাবি করেন।

দুবে অভিযোগ করেছিলেন যে সুপ্রিম কোর্ট “ধর্মযুদ্ধ” উসকে দিচ্ছে এবং “অরাজকতা” ছড়াচ্ছে। বিজেপি সভাপতি জে পি নাড্ডাও পরে এই মন্তব্য থেকে নিজেকে দূরে সরিয়ে নেন।

আদালত জানিয়েছে, তারা মামলাটি গ্রহণ না করলেও স্পষ্ট করে বলেছে— ঘৃণা ভাষণকে “লোহা হাতে” মোকাবিলা করতে হবে। এই ধরনের ভাষণ সমাজে বিদ্বেষ ছড়ায় এবং সমতার ধারণাকে ক্ষতিগ্রস্ত করে।

সুপ্রিম কোর্ট মনে করিয়ে দেয় যে, “আদালত ফুলের মতো নরম নয়” এবং জনগণ বুঝতে পারে কখন সমালোচনা উদ্দেশ্যপ্রণোদিত বা বিদ্বেষপূর্ণ। এই ঘটনাকে দেশের রাজনীতিতে ও বিচারব্যবস্থার সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।