মিল্টন সেন, হুগলি: বৈঁচীর আটচালা সংগঠনের অভিনব উদ্যোগ। পেট ভরে মাংস ভাতের আয়োজন হল পথ সারমেয়দের জন্য। বৈঁচী গ্রামের আটচালা একটি সামাজিক সংগঠন। সারাবছরই তারা নানা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। মানুষের সাহায্যার্থে তারা যেমন কাজ করে তেমনই পথ সারমেয়দের নিয়েও কাজ করে। বিনামূল্যে জলাতঙ্ক টিকা, স্বাস্থ্য পরীক্ষা সবই করে থাকে এই সংগঠন। এদিন সংগঠনের তরফে অভিনব পিকনিকের আয়োজন করা হয়। সংগঠনের সদস্যরা মাংস ভাত রান্না করে বৈঁচী গ্রামে বিভিন্ন পাড়ায় ঘুরে ঘুরে পথ সারমেয়দের খাওয়ানোর ব্যাবস্থা করে। আরবি আয়োজন উপভোগ করে শতাধিক সারমেয়। চেটেপুটে বনভোজন করে তারা। সংগঠনের সদস্য জয় মুখোপাধ্যায় বলেছেন, পথ সারমেয়দের সঙ্গে তাঁরা একটা দিন উপভোগ করলেন। সারা বছরই নানা সমাজসেবামূলক কাজ তাঁরা করেন। সংগঠনের তরফে সারমেয়দের স্বাস্থ্য পরীক্ষা থেকে টিকা দেওয়া সবই করা হয়।
ছবি: পার্থ রাহা