আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর' নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করছে ক্রিকেটমহল। গৌতম গম্ভীর, সুরেশ রায়না, বীরেন্দ্র শেহবাগ, ইরফান পাঠান, শিখর ধাওয়ান সহ বহু প্রাক্তন ক্রিকেটার আগেই নেটমাধ্যমে মতামত জানান। এবার সেই তালিকায় সামিল হলেন শচীন তেন্ডুলকর। 'অপারেশন সিঁদুর' এর প্রশংসা করেন শচীন। জানান বাহবা। নিজের এক্স হ্যান্ডেলে মাস্টার ব্লাস্টার লেখেন, 'একতায় নির্ভীকতা। সীমাহীন শক্তি। ভারতের ঢাল দেশের জনগণ। এই পৃথিবীতে জঙ্গিহানার কোনও জায়গা নেই। আমরা একটাই দল। জয় হিন্দ।'
শচীনের এককালীন সতীর্থ বীরেন্দ্র শেহবাগও নিজের এক্স হ্যান্ডেলে ভারতীয় সেনার এই অপারেশনকে বাহবা জানান। বীরু লেখেন, 'কেউ যদি আপনার ওপর পাথর ছোড়ে, তাঁর দিকে ফুল ছুড়বেন। তবে গামলা সমেত।' ধাওয়ান লেখেন, 'জঙ্গিহানার বিরুদ্ধে ভারত সরব হল।' ইরফান পাঠান এবং সাইনা নেওয়াল লেখেন, 'জয় হিন্দ।' ভারতের পাল্টা আক্রমণের সমর্থনে অলিম্পিকের ব্রোঞ্জজয়ী বক্সার বিজেন্দ্র সিং এবং কুস্তিগির যোগেশ্বর দত্ত। বিজেন্দ্র লেখেন, 'ভারত মায়ের জয়।' যোগেশ্বর তার সঙ্গে যোগ করেন, 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জবাব। জয় হিন্দ। জয় জওয়ান।' ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানায় বিভিন্ন ক্ষেত্রের ক্রীড়াবিদরা। এবার 'অপারেশন সিঁদুর' এর পরও তারকা ক্রিকেটার থেকে শুরু করে বিভিন্ন প্রখ্যাত ক্রীড়াবিদকে পাশে পেল দেশ।
