আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের সেনাবাহিনীর খাতে ১৮ শতাংশ বাজেট বাড়াল পাক সরকার। ভারতের সঙ্গে ক্রমেই বাড়ছে উত্তেজনা। তবে এরই মাঝে পাকিস্তানের সুরক্ষা খাতে বাজেট বাড়াল পাক সরকার। তাদের বাজেটে তারা জানিয়েছে ২.৫ ট্রিলিয়ন অর্থ তারা বরাদ্দ করেছে।
২০২৫-২৬ অর্থবর্ষে এই টাকা বরাদ্দ করল পাক সরকার। ১ জুলাই থেকেই এই বাজেট অনুসারে কাজ করা হবে বলে খবর মিলেছে ইন্ডিয়া টুডে সূত্রে। ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গিরা হামলা চালায়। সেখানে মারা যান ২৬ জন নীরিহ মানুষ।
পিপিপি-র একটি দল তাদের নেতা বিলাওয়াল ভুট্টো জারদারিকে নিয়ে দেখা করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে। সেখানেই পাকিস্তানের অর্থনীতির দিকটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপরই পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ এই অর্থ বরাদ্দের কথা ঘোষণা করে।
এমনিতেই পাকিস্তান সরকার ঋণের দায়ে ডুবে রয়েছে। সেখান থেকে এই পরিমান অর্থ তারা কোথা থেকে আনবে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের রাজনৈতিকমহল। তবে এই অর্থ নিয়ে কোনও বাড়তি মন্তব্য করতে চায়নি পাক সরকার।
ভারত-পাকিস্তানের সঙ্গে সবধরণের সহযোগিতা বন্ধ করেছে। ফলে তাদের অর্থনীতিতে বিরাট ধাক্কা খেয়েছে। এরপর পাকিস্তানের সেনাও তাদের সরকারের কাজে যথেষ্ট বিরক্ত। এবার যদি পাক সেনা বিদ্রোহ করে তাহলে ঘরে বাইরে বিরাট চাপে পড়ে যাবে পাকিস্তান। তাকে ধামাচাপা দিতেই কী এই নতুন কৌশল নিল পাক সরকার। উঠছে প্রশ্ন।
এদিকে ভারত পাকিস্তানের ওপর ক্রমাগত চাপ বাড়িয়ে চলেছে। বিশ্বের বিভিন্ন দেশও পাকিস্তানকে সহায়তা করা থেকে বিরত হচ্ছে। সেখানে কীভাবে পাকিস্তান সরকার এত টাকা সেনাখাতে আনবে সেদিকেই নজর আন্তর্জাকিত মহলেরও।
