আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মেগা নিলামের আগে আনক্যাপড প্লেয়ারের নিয়ম বদলে দিয়েছিল বিসিসিআই। শুধুমাত্র এমএস ধোনিকে খেলানোর জন্য নতুন নিয়ম চালু করা হয়েছিল। এবার এই নিয়ে বোর্ডের তুলোধোনা করলেন সুনীল গাভাসকর। নিজের কলমে আনক্যাপড প্লেয়ারদের বিশাল অঙ্কের বেতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কিংবদন্তি। তিনি মনে করেন, বোর্ডের এই পদক্ষেপ ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য ক্ষতিকারক। ২০২১ সালে বাতিল হওয়া নিয়ম আবার ফিরিয়ে আনে বোর্ড। নতুন নিয়মে বলা হয়, ভারতীয় প্লেয়ার যারা পাঁচ বছরের বেশি দেশের হয়ে খেলেনি, তাঁদের আনক্যাপড প্লেয়ারের তালিকায় রাখা হবে। যার ফলে ৪ কোটি দিয়ে ধোনিকে রিটেন করা হয়। 

এই প্রসঙ্গে গাভাসকর বলেন, 'শুধুমাত্র এমএস ধোনিকে খেলানোর জন্য, যে গত মেগা নিলামের আগে আনক্যাপড প্লেয়ারের তালিকায় নথিভুক্ত হয়েছে, অর্থের পরিমাণ বাড়িয়ে ৪ কোটি করা হয়।' বোর্ডের এই পদক্ষেপের কটাক্ষ করেন সানি। এছাড়াও একাধিক প্লেয়ারের পেছনে বিপুল অর্থ খরচ করা নিয়েও সরব হন গাভাসকর। তিনি বলেন, 'বিপুল অর্থ দিয়ে কেনা প্রচুর প্লেয়ার হারিয়ে যায়। এই কয়েক বছরে এমন কোনও আনক্যাপড প্লেয়ারের কথা মনে পড়ছে না যাকে প্রচুর অর্থ দিয়ে কেনা হয়েছে, এবং সে দলের জন্য কিছু করে দেখিয়েছে।' প্রাক্তন ভারত অধিনায়ক মনে করেন, দাম এবং চাপ কমে গেলে প্লেয়াররা ভাল খেলে। ভারতীয় ক্রিকেটের স্বার্থে আনক্যাপড প্লেয়ারের নিয়ম বদলের আর্জি জানান গাভাসকর।