
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: স্বপ্ন প্রেমিক প্রেমিকা বিয়ে করে সংসারী হবেন। কিন্তু, মারণরোগ ক্যানসারই সব ছারখার করে দিল। প্রেমিকার শরীরে ক্যানসার ঘাপটি মেরে বসেছিল ক্যানসার। যা জানা গিয়েছিল অনেকটাই পরে। ততদিনে অনেগুলো দিন কেটে গিয়েছে। চিকিৎসা শুরু হলেও বাঁচানো যায়নি যুবতীকে। স্বপ্ন ভেঙে চুরমার। কিন্তু, শেষযাত্রার আগে নিজের ভালোবাসার স্থবির মানুষটিকেই বধূবেশে সাজিয়ে তুলে মালাবদল, সিদুঁর দান করেন শোকাহত যুবক। এমনকি নিজের বাড়িতেও নিয়ে যান! এ যেন এক অমর প্রেমকাহিনী।
ঘটনাটি হাওড়ার সাঁকরাইলের মানিকপুর গ্রাম পঞ্চায়েতের চার বাম্পার এলাকার।
যুবতী মৌলি মণ্ডলের (২৪) সঙ্গে প্রায় ৮ বছরের প্রেমের সম্পর্ক ছিল সাঁকরাইলের হাওয়াপোতা এলাকার বাসিন্দা যুবক সাগর বারিকের। দুই পরিবারের পক্ষ থেকেই চলছিলবিয়ের তোড়জোড়। এর মধ্যেই ২০২৩ সালে মৌলির স্তন ক্যানসার ধরা পড়ে। কলকাতার এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়। একাধিক কেমো দেওয়ার পর ২০২৪ সালের অগস্ট মাসে একটি অস্ত্রোপচার করেন চিকিৎসক। তারপর রেডিওথেরাপি প্রয়োগ করার পর ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন মৌলি।
এরপর দুই পরিবার থেকেই ঠিক হয়, অগ্রহায়ণেই সাগর-মোলির বিয়ে দেওয়া হবে। সেইমতো তোড়জোড়ও শুরু হয়। দিনকয়েক আগে আচমকাই চিকেন পক্সে আক্রান্ত হন মৌলি। তারপর থেকেই তাঁর অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। চিকিৎসাতেও সাড়া দেওয়া বন্ধ হয়ে যায়। শেষে বৃহস্পতিবার গভীর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন মৌলি।
এর মধ্যেই অধরা স্বপ্নকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে প্রেমিকার মৃতদেহেই সিঁদুর পরিয়ে বিয়ে করেন শোকাহত প্রেমিক। খবর পেয়ে রাতেই প্রেমিকার বাড়িতে ছুটে যান সাগর। প্রেমিকাকে বেনারসি শাড়ি পরিয়ে, গোলাপের মালাবদল করে বিয়ে করেন সাগর। সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন। তারপর নিয়মমতো শুক্রবার সকালে নিজের বাড়িতে নিয়ে আসেন।
সাগর ও তাঁর পরিবারের সদস্যরা সেখানে পালন করেন বধূবরণের যাবতীয় আচার পালন করেন। তেল হলুদ, কনে কাচুলি, চাল-আলু দিয়ে বধূবরণের যাবতীয় রীতি মেনে সাগর মৌলিকে ঘরে তোলেন। এরপর মৌলিকে বাড়ির বউয়ের মর্যাদা দেন সাগরের পরিবার।
এইসব রীতি আচার পালন শেষে মৌলির শেষকৃত্য সম্পন্ন করেন সাগরের পরিবারের সদস্যরা। সাগরের ভাই বিশাল বারিক বৌদি মৌলির মুখাগ্নি করেন।
চিকিৎসা শুরু হতেই ভবঘুরে মহিলার ফিরল স্মৃতিশক্তি, দাদার বাড়ি ফিরে গেল সে
একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ
বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত
দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল
'স্ট্রং ম্যান' হুমায়ুন, বহরমপুরে রুদ্ধদ্বার বৈঠকে মুর্শিদাবাদে ১০ জনের বিশেষ কমিটি গঠনের নির্দেশ মমতার
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক
মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা
১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি
ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী
ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য
সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক
তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের
টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক
মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার
দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে